সিপিবির কর্মসূচি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমানুষের ঐক্য ও সংগ্রাম এগিয়ে নিন; বামপন্থী-গণতান্ত্রিক সরকার গঠন করুন- এই দাবিতে আগামী দিনের কর্মসূচি- * অক্টোবর ২৭ : ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেয়া চলবে না’ এই দাবিতে ঢাকায় ও জেলায় বিক্ষোভ। * অক্টোবর ৩১ : ‘প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশন’। * অক্টোবর ২৮-১১ নভেম্বর : ১৪ নভেম্বরের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ‘চলো চলো ঢাকা চলো পক্ষ’। গ্রামে-গ্রামে, পাড়ায়-পাড়ায়, শহরে ‘পদযাত্রা’। ২ হাজার হাটে ‘হাটসভা’। * নভেম্বর ১৪ : ঢাকায় ‘জাতীয় সমাবেশ’। * নভেম্বর ৮ থেকে ১০ নভেম্বর : দেশের চার প্রান্ত থেকে ‘চলো চলো ঢাকা চলো’ আওয়াজ নিয়ে ‘রোডমার্চ’। * পর্যায়ক্রমে নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা ও তৃণমূলে অনানুষ্ঠানিক প্রচারণা শুরু * নভেম্বর ২৮ : ‘নারী সমাজের রাজনৈতিক কনভেনশন’। * ডিসেম্বর ১ : ‘বিজয় মাস’ উদযাপন সূচনা। * ডিসেম্বর ৫ : গ্রাম-শহরে ‘শ্রমজীবী মেহনতি মানুষের কনভেনশন’। * ডিসেম্বর ৬ থেকে ১২ ডিসেম্বর : ‘জনতার চার্টার’ প্রচার সপ্তাহ। * ডিসেম্বর ১৩ : ঢাকায় কেন্দ্রীয়ভাবে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’। * ডিসেম্বর ১৪ : যথাযথ মর্যাদায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’। * ডিসেম্বর ১৬ : ‘বিজয় দিবস’ পালন। সব জেলা সদর, উপজেলা সদর, গ্রামে-গঞ্জে সুসজ্জিত শোভাযাত্রা। * ‘বিজয়ের মাসে’ মুক্তিযুদ্ধ নিয়ে সব জেলায় ভ্রাম্যমাণ ‘চিত্র প্রদর্শনী’। * নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে ৩০০ আসনে প্রচার ও নির্বাচনী সংগ্রামের প্রত্যক্ষ কার্যক্রম শুরু।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..