শিক্ষকদের তিন দফাসহ সব দাবি মেনে নেয়ার আহ্বান

শিক্ষকদের আন্দোলনে সিপিবির সংহতি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন
একতা প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারে টানা নবম দিন ‘লাগাতার অবস্থান’ আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তিন দফাসহ অবিলম্বে সব দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গত ২০ অক্টোবর বিকেল ৪টায় ঢাকার পুরানা পল্টন মোড়ে সিপিবির উদ্যোগে সংহতি সমাবেশ থেকে এ আহ্বান জানান নেতৃবৃন্দ। সমাবেশ শেষে মিছিল সহকারে পার্টির নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে সংহতি বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংহতি সমাবেশে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, শিক্ষকনেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সংহতি সমাবেশে সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন অবিলম্বে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার বহু অপ্রয়োজনীয় ও এখতিয়ার বহির্ভূত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেও শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি কর্ণপাত করছে না। উপরন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ নির্মম নির্যাতন চালিয়েছে। সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম সরকারের কালক্ষেপণের জন্য সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে থাকায় নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের শ্রেণিকক্ষে ফেরাতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান আন্দোলনে সংহতি বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সারাদেশে চাকরিজীবীরা মূল বেতনের ৪০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পান। সেখানে ভবিষ্যত প্রজন্ম তৈরির কারিগর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন। তিনি বলেন, এই টাকায় সপরিবার তো দূরের কথা মেসের সিট ভাড়া সংকুলান সম্ভব নয়। শিক্ষকগণ মাত্র ২০ শতাংশ বাড়ি ভাড়া চেয়েছেন, বিনিময়ে পেয়েছেন অপমান ও পুলিশের নির্যাতন। অন্তর্বর্তীকালীন সরকার ন্যায্য দাবি উত্থাপন করা শিক্ষকদের প্রতি যে অবমাননা ও অসম্মানজনক আচরণ করেছে তা কোন সভ্য নজির নয়। তিনি ন্যায্য দাবির আন্দোলনে সর্বাত্মকভাবে সিপিবি শিক্ষকদের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..