কমরেড ইলাহদাদ খানের চিরপ্রস্থান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : সিপিবি যশোর জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড ইলাহদাদ খানের প্রয়ানে গভীর শোক প্রকাশ করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গত ২১ অক্টোবর সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক শোক বার্তায় সমাজ প্রগতি ও মানুষের অধিকারের স্বপক্ষে আজীবন নিবেদিত কমরেড ইলাহদাদ খানের প্রয়াণে শোকাহত স্বজন ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, কমরেড ইলাহদাদ খান মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে প্রেরণার উৎস হয়ে থাকবেন। কমরেড ইলাহদাদ খান সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘসময় জেলার বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি ট্রেড ইউনিয়ন ও কৃষক আন্দোলনে যুক্ত ছিলেন। ৭৮ বছর বয়সে ২১ অক্টোবর যশোরে মৃত্যুবরণ করেন তিনি।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..