সারাদেশে সিপিবির জেলা কমিটির সাধারণ সভা চলমান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

ময়মনসিংহ জেলা সিপিবির সাধারণ সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান
একতা প্রতিবেদক: সারাদেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাধারণ সভা চলমান রয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা পর্যায়ে সফর করে এসব সভা অনুষ্ঠিত করছেন। সভায় নেতৃবৃন্দ ছাড়াও সংশ্লিষ্ট পার্টি সদস্য কমরেডগণ রাজনৈতিক আন্দোলন-কর্মসূচি ত্রয়োদশ কংগ্রেস নিয়ে বক্তব্য রাখছেন। ভোলা : সিপিবি ভোলা জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন জেলা কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। কমরেড নলিনী দাস স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত এই সভায় কংগ্রেসের দলিল নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও অ্যাডভোকেট সেলিম আহমেদ। সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহাসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ। ময়মনসিংহ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলার সাধারণ সভা গত ২৭ জুন সকাল ১০ টার দিকে টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। কংগ্রেসের দলিল নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান। এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মনিরা বেগম অনু, ময়মনসিংহ জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মোকছেদুর রহমান জুয়েল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও ময়মনসিংহ সদর উপজেলা কমিটির সভাপতি সাজেদা বেগম সাজু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও ময়মনসিংহ নগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমীন আহমেদ জুন, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার প্রমুখ। সাধারণ সভায় সভাপতিত্ব করেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৃষকনেতা মোতাহার হোসেন। মেহেরপুর : সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব এবং খসড়া ঘোষণা ও কর্মসূচি ব্যাখ্যা করার উদ্দেশ্যে গত ২১ জুন মেহেরপুর জেলার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব লাবলু। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা শাখার সভাপতি জালাল উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কানন। এসময় আলোচনা করেন শহিদুল ইসলাম, মুসা করিম, রফিক উদ্দীন, সেলিম রেজা, সিদ্দিকুর রহমান, মনিরুল ইসলাম, আব্দুল হাকিম, হেকমত আলী, পাভেল, রাজন, তরিকুল ইসলাম, মুখলেছুর রহমান, অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..