ইরানে মার্কিন হামলার প্রতিবাদে রাজধানীতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল একতা প্রতিবেদক :
মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ইরানে হত্যাযজ্ঞ পরিচালিত করছে ইসরায়েল। মুক্তিকামী মানুষ ও মুক্তিকামী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, সাম্রাজ্যবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মার্কিন দালালদের বিরুদ্ধে লড়াই ছাড়া জনগণের মুক্তি অসম্ভব।
ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে গত ২৩ জুন বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা এসব কথা বলেন।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন সাম্রাজ্যবাদের যুদ্ধ যুদ্ধ খেলার অংশ। তারা অতীতেও আরববিশ্বের বিভিন্ন দেশে হামলা চালিয়ে শুধু মানুষ হত্যা করেনি তারা দেশগুলোকেও ধ্বংস করেছে। অস্ত্র বিক্রি, বাজার দখল, আধিপত্যবাদ কায়েমের জন্য সাম্রাজ্যবাদ দেশে দেশে এ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের ক্ষুধার্ত মানুষ খাদ্য আনতে গেলে ইসরায়েল সেসব নারী-শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করতে দ্বিধা করেনি। সাধারণ গরিব মানুষ এসব যুদ্ধের সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। আমরা যুদ্ধ বন্ধ চাই, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ ঐক্য চাই।
নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদকে পরাজিত করতে না পারলে বিশ্ব মানবতার মুক্তি সম্ভব নয়। ইরানে জায়নবাদী ইসরায়েলের নগ্ন আগ্রাসন বন্ধে মার্কিন-ইসরায়েল শক্তির বিরুদ্ধে বিশ্বের সমাজতান্ত্রিক দেশগুলোসহ সাম্রাজ্যবাদবিরোধী সকল শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই।
বাংলাদেশ সরকার মার্কিন-ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে কোনো জোরালো অবস্থান ব্যক্ত করতে পারেনি, যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত গ্লানির। অবিলম্বে সরকারকে এই আগ্রাসনের বিরুদ্ধে তাঁর অবস্থান স্পষ্ট করতে হবে ও শক্ত অবস্থান জানান দিতে হবে।