নির্মাণ শ্রমিকদের অধিকার আদায়ে আব্দুর রাজ্জাকের অবদান অবস্মরণীয়
একতা প্রতিবেদক :
ইনসাবের সাধারণ সম্পাদক, টিইউসির সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা আব্দুর রাজ্জাকের শোকসভায় বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকদের নিরলসভাবে সংগঠিত ও ঐক্যবদ্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন আব্দুর রাজ্জাক। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ শ্রমিক সংগঠন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) গড়ে তোলেন এবং আমৃত্যু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে এদেশের নির্মাণ শ্রমিকদের আস্থাভাজন নেতা হিসেবে সুনাম অর্জন করেন।
গত ২৩ অক্টোবর বিকেল ৩ টায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর উদ্যোগে অনুষ্ঠিত শোকসভা বক্তারা একথা বলেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইনসাবের সহ-সভাপতি জালাল আহমেদ। শোকসভার শুরুতে আব্দুর রাজ্জাকের জীবন সংগ্রাম সম্পর্কিত লিখিত বক্তব্য পাঠ করেন ইনসাবের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম।
শোকসভায় বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর যুগ্ম-সমন্বয়কারী আব্দুল কাদের হাওলাদার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি মাহবুব আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সলিডারিটি সেন্টার বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার জেমিনি ইসলাম অনি, বিলসের ডেপুটি ডাইরেক্টর অ্যাডভোকেট নজরুল ইসলাম, ইনসাবের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ, শরীফ মিয়া, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন প্রমুখ।
শ্রমিকনেতারা বলেন, বিশেষভাবে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি প্রণয়ন ও আদায়ের সংগ্রামের তিনিই ছিলেন প্রধান নেতা। নির্মাণ শ্রমিকদের কল্যাণে অসংখ্য পদক্ষেপ নিয়েছিলেন। তার নেতৃত্বে¡ বহু সফল আন্দোলন হয়েছে, যা শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। শ্রমিক আন্দোলনের পাশাপাশি সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃত্বে থেকে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে তিনি অনন্য ভুমিকা পালন করেছেন। তার ত্যাগ এবং আদর্শ শ্রমজীবী মানুষের আধিকার আদায়ে চির অম্লান হয়ে থাকবে।
নেতৃবৃন্দ প্রয়াত নেতার আদর্শে অনুপ্রাণীত হয়ে সচেতন ও ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
শেষের পাতা
জাতীয় ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা দাবি
গাইবান্ধার সাঁওতাল হত্যার বিচার ৯ বছরেও হয়নি
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
গ্রেফতারকৃত ৩০ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি বামজোটের
৭ দিনের সংবাদ...
চট্টগ্রাম বন্দর এলাকায় ট্রেড ইউনিয়ন নিষেধাজ্ঞায় সিপিবির প্রতিবাদ
বরেণ্য চিত্রশিল্পী শিক্ষাবিদ মতলুব আলী প্রয়াত
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে : চন্দন
বাম-গণতান্ত্রিক সরকার গঠনের ডাক
কমরেড মোখলেছুর রহমানের স্মরণসভা
‘অভ্যুত্থান পরবর্তী সরকার শ্রমজীবী মানুষের রুটি-রুজির পথ বন্ধ করে দিচ্ছে’
শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ পুনর্বহালের দাবি
ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সিপিবির স্মারকলিপি পেশ
মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন লড়েছেন ইলা মিত্র
লেখা আহ্বান
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন