চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রায়তারা গ্রামে কমরেড ইলা মিত্রের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা :
কমরেড ইলা মিত্রের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেছেন, ইলা মিত্র আমাদের লড়াই সংগ্রামের প্রেরণার উৎস। কমরেড ইলা মিত্র কৃষক-শ্রমিক মেহনতি মানুষের যে সংগ্রাম শুরু করেছিলেন তা এখনো শেষ হয়নি। আমাদের ইলা মিত্রের শুরু করা সংগ্রাম আমাদেরকেই চালিয়ে যেতে হবে।
তেভাগা আন্দোলনে কিংবদন্তি কৃষক নেতা ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১৮ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রায়তারা গ্রামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আলাউদ্দিন ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রাগিব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য আদিবাসী নেত্রী রেবেকা সরেণ, কেন্দ্রীয় কমিটির সদস্য মহসীন রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রতা রায়, নাটোর জেলা কমিটির সভাপতি নির্মল চৌধুরী, রাজশাহী জেলা কমিটির সভাপতি জুলফিকার আহম্মেদ গোলাপ প্রমুখ। আলোচনা শেষে চাঁপাইনবাবগঞ্জের শিল্পীরা ইলা মিত্রকে স্মরণ করে গম্ভীরা গান পরিবেশন করেন। এছাড়াও দিনব্যাপী ইলা মিত্র মেলা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার রায়তারা গ্রামে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে ইলা মিত্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ আল ক্বাফী রতন, সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড রাগিব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য মহসীন রেজা, মনিরা বেগম অনু, সুব্রতা রায়সহ রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
কমরেড ইলা মিত্রের জন্মভূমি শৈলকূপায় স্মরণসভা
নাচোলের রানীমা খ্যাত শৈলকুপার ভূমিকন্যা আজীবন বিপ্লবী কমরেড ইলা মিত্র’র পিতৃভূমি শৈলকুপায় জন্মশতবর্ষ উপলক্ষে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে। স্মরণসভা থেকে সিপিবি নেতৃবৃন্দ, ঐতিহাসিক নাচোল বিদ্রোহের কিংবদন্তি কমরেড ইলা মিত্র’র পৈত্রিক বাড়ি সংরক্ষণ, নাচোল কৃষক আন্দোলনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশসহ বিচারিক রায়কে অবৈধ ঘোষণা, পাঠ্যপুস্তকে জীবনী সংযোজন, ইলা মিত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মিউজিয়াম, গবেষণাগার, স্ট্যাডি সেন্টার, ছাত্রীনিবাস ও সড়ক নামকরণের গণদাবি অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান।
এছাড়াও, কমরেড ইলা মিত্র’র জন্মশতবর্ষ উপলক্ষে গত ১৮ অক্টোবর শনিবার সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে আয়োজিত কর্মসূচিতে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও রেড স্যালুট জ্ঞাপন করা হয়।
সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, সহকারি সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক বায়েজিদ চাষা, ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির সদস্য আব্দুল ওহাব, সুব্রত বিশ্বাস, আতিক আহমেদ প্রমুখ।
বগুড়ায় শেরপুরে কমরেড ইলা মিত্রের জন্মশতবর্ষ পালন
বগুড়ায় শেরপুরে কমিউনিস্ট পার্টির উদ্যোগে প্রায়াত কমরেড ইলা মিত্রের জন্মশতবর্ষ পালন উপলক্ষে শেরপুর কলাপট্টি অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর বিকেল ৪ ঘটিকায় সভাটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা।
সভার শুরুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর কর্মময় জীবনের উপর আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, শ্রীকান্ত মাহাতো, আব্দুস সামাদ প্রমুখ।
বগুড়ায় কমরেড ইলা মিত্রের স্মরণসভা
তেভাগা কৃষক আন্দোলন, সাঁওতাল আদিবাসী আন্দোলন ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী কমরেড ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ অক্টোবর বিকাল ৪.৩০টায় উদীচী জেলা কার্যালয়ে সিপিবি জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য মামুনুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শাহনিয়াজ কবির খান পাপ্পু, অখিল পাল, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, সোহাগ মোল্লা, যুব নেতা সাইদুর রহমান পারভেজ, ছাত্র নেতা বায়োজিদ রহমান, রাকীব প্রমুখ।
আলোচকবৃন্দ বলেন, কমরেড ইলা মিত্র ছিলেন তেভাগা কৃষক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী। কমরেড ইলা মিত্র সাঁওতাল-আদিবাসী ও কৃষকদের মধ্যে রাণীমা বলে খ্যাত ছিলেন।
জন্মশতবার্ষিকীর আলোচনা সভার শুরুতেই তাঁর কর্মময় সংগ্রামী স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।