সারাদেশে ‘মব’ সংস্কৃতি
সরকারের নিষ্ক্রিয়তায় মানবাধিকার ক্ষুণ্ন হচ্ছে
একতা প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয় ভূমিকায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং সব মানুষের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষিত রাখার অঙ্গীকার প্রতিনিয়ত উদ্বেগজনকভাবে লঙ্ঘিত হচ্ছে, বলে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা।
গত ২৪ জুন সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে মানবাধিকার কর্মী সুলতানা কামাল, খুশী কবিরসহ সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষকরা এ মন্তব্য করেন।
মব ভায়োলেন্স বা উন্মত্ত সহিংসতার ঘটনা ৮ থেকে ১০ মাস ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও এলাকায় ঘটে চলেছে। কিন্তু এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর কোনো আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে, এমন দৃষ্টান্ত প্রায় অনুপস্থিত। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ যথাযথ আইনানুগ পন্থা অবলম্বন করা হলে হয়তো একটার পর একটা মব সহিংসতার ঘটনা ঘটত না, বলে মনে করেন তারা।
মব সহিংসতার বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি, কাউন্সেলিং ও ব্যাপক জনমত গঠনের জন্য জনসচেতনতামূলক উদ্যোগ নেওয়ার দাবির কথা বলা হয় বিবৃতিতে।
অতীতের মতো এবারও সরকার কাগুজে প্রতিবাদ করে দায়িত্ব শেষ করেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে হুংকার দিয়েছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে তাদের হুংকার কোনো কাজে আসে না বলে মন্তব্য করেছেন কবি সোহরাব হাসান। জাতীয় দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এক কলামে তিনি একথা বলেন।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) হিসাবে, অন্তর্বর্তী সরকারের প্রথম ৭ মাসে দেশে গণপিটুনির অন্তত ১১৪টি ঘটনা ঘটেছে। এতে ১১৯ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছেন।
ধর্ম অবমাননাসহ নানা অজুহাতে
লালমনিরহাটে ‘মব’ সন্ত্রাস
গণমাধ্যমে প্রকাশিত খবরে, লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ‘মব’ তৈরি করে নরসুন্দর বাবা ও ছেলেকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। ঘটনার পর জনতার সামনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবীর দেওয়া একটি বক্তব্য নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
গত রোববার (২২ জুন) দুপুরে শহরের হানিফ পাগলার মোড়ে অবস্থিত নরসুন্দর পরেশ চন্দ্র শীল (৬৯) ও তাঁর ছেলে বিষ্ণু চন্দ্র শীলের (৩৫) দোকানে গিয়ে হট্টগোল করেন একদল লোক। তাঁরা ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাঁদের মারধর-লাঞ্ছিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক বাবা-ছেলেকে মারধর করছেন। এরপর সদর থানার একদল পুলিশ তাঁদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভিডিওটি ছড়ানোর পর ঘটনা জানাজানি হলে কয়েক শ মুসল্লি থানা চত্বরে এসে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
এ ঘটনায় শহরের নামাটারী আল হেরা জামে মসজিদের ইমাম মো. আবদুল আজিজ বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
গ্রেপ্তার বিষ্ণু চন্দ্রের স্ত্রী দিপ্তী রানী শীল গণমাধ্যমকে বলেন, তিনি কারাগারে বন্দী তাঁর স্বামী ও শ্বশুরের সঙ্গে দেখা করেছেন। তাঁরা জানিয়েছেন, গত শুক্রবার (২০ জুন) চুল কাটাতে আসা এক গ্রাহকের সঙ্গে টাকা বেশি নেওয়া নিয়ে সামান্য তর্কবিতর্ক হয়। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে ঘটনার দুই দিন পরে মুসল্লিদের ভুল বুঝিয়ে শত শত লোক এনে সেলুনে গিয়ে তাঁর স্বামী-শ্বশুরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
সংসারে আর কেউ উপার্জন করার নেই। আমরা নিরাপত্তাহীন অবস্থায় আছি। শ্বশুর ও স্বামীর মুক্তির দাবি করেন তিনি। ওই ঘটনার পর তাদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন দিপ্তি রানী শীল।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বিশ্লেষণ বলছে, গত কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে অনেকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকগুলোতেই ধর্ম অবমাননার অভিযোগ পরে আর প্রমাণ করা যায়নি।
বরং বেশ কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, বিভিন্ন সময়ে এধরণের অভিযোগ কৌশল হিসেবে ব্যবহার করে এসব হামলার পটভূমি তৈরি করা হয়েছে।
লালমনিরহাটের ওই ঘটনাসহ ‘মব সন্ত্রাসের’ সব ঘটনার বিচার দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
নরসুন্দর বাবা-ছেলেকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার (২৩ জুন) রাত ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা ‘এক দেশে দুই বিচার মানি না মানবো না’, ‘হিন্দু মুসলিম ঐক্য করো, অভ্যুত্থান রক্ষা করো’ এসব স্লোগান দিতে থাকে।
সাবেক সিইসি নূরুল হুদার বাসায় ‘মব’
রোববার (২২ জুন) রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কে এম নূরুল হুদার বাসায় ঢুকে একদল লোক তাঁকে বের করে আনেন এবং জুতার মালা পরিয়ে দেন। এর আগে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে একদল উচ্ছৃঙ্খল লোক এই উন্মত্ত সহিংসতার ঘটনা ঘটিয়েছে।
এই সহিংসতায় জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়ার পাশাপাশি সাবেক সিইসির বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মানবাধিকার সংগঠনগুলো।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর সঙ্গে (সাবেক সিইসি নূরুল হুদার) যেটা হয়েছে, মানে গলায় এটা-সেটা পরিয়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’- বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সেনা অভিযানে জুম্ম নারীদের যৌন নিপীড়ন
গণমাধ্যমে প্রকাশিত এক খবরে, বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এক সেনা অভিযানে ২ জুম্ম নারী যৌন নিপীড়ন এবং ৩ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন নারী সংগঠন। যৌননিপীড়ন রোধে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।
এছাড়াও, দেশের বিভিন্ন স্থানে বিশিষ্টজন ও সাধারণ মানুষদের ওপর হামলা ও ডাকাতির খবর গণমাধ্যম সূত্রে জানা গেছে। এসব ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।
প্রথম পাতা
‘পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখুন’
মুক্তিযুদ্ধের স্মারক সম্বলিত দেয়াল ভেঙে ফেলায় বামপন্থিদের ক্ষোভ
বাংলাদেশ এখন কোথায়?
‘ভালোমানুষ’
শ্রমিক হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দিন
জুলাইয়ের ৩ দিনে হাজারের বেশি রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে
‘মুরাদনগরের ঘটনা প্রমাণ দিচ্ছে সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ’
‘২০ বছর লে মজুরির কথাই বলছি’
গণতন্ত্র কায়েমের লড়াইয়ে বাম গণতান্ত্রিক নেতৃত্ব অপরিহার্য
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট নানা কর্মসূচি পালন করবে সিপিবি
বাংলাদেশে বেড়েছে ধর্ষণ-গণপিটুনিতে হত্যা
ফদলস্ফজ
দৈনিক ৬০০ টাকা মজুরিসহ ১০ দফা দাবি চা-শ্রমিকদের
Login to comment..