‘কমরেড বিপ্লব চাকী ছিলেন একজন আপদমস্তক কমিউনিস্ট’
গাইবান্ধা সংবাদদাতা :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক, গাইবান্ধা জেলা কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড বিপ্লব চাকী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শোকসভায় বক্তারা বলেন, কমরেড বিপ্লব চাকীর কমিউনিস্ট পার্টিতে অবদান, সমাজ প্রগতি’র লড়াইয়ে তার ভূমিকা অপরিসীম। পার্টির দুর্দিনে পার্টিকে সংগঠিত করার জন্য পুরো উত্তরবঙ্গ চষে বেড়িয়েছেন। কমরেড বিপ্লব চাকী ছিলেন একজন আপদমস্তক কমিউনিস্ট।
সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় কমিউনিস্ট পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শুরুতে প্রয়াত বিপ্লব চাকীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সিপিবি জেলা সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, জেলা সিপিবির সাবেক সভাপতি শাহাদত হোসেন লাকু, সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, সদর উপজেলা সিপিবির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, পলাশবাড়ী উপজেলা সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু, সাঘাটা উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি অশোক আগরওয়ালা, সুন্দরগঞ্জ উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর কমরেড বিপ্লব চাকী রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
Login to comment..