কাবুলে পাকিস্তানের বিমান হামলা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা বিদেশ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রীয় এলাকা আবদুল হক স্কয়ার নামের এক জায়গায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে। আফগানিস্তানের ইসলামি আমিরাত সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘কাবুলে একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কেউ হতাহত হয়েছেন বলে জানা যায়নি।’ আবদুল হক স্কয়ার থেকে শেরে নাও এলাকা এই প্রতিবেদকের হোটেলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। দুটি জায়গাই কাবুলের মোটামুটি কেন্দ্রস্থলে বলা চলে। তবে অঞ্চলের খোঁজখবর রাখেন এবং বিদেশি পর্যটকদের সঙ্গে কাজ করেন, এমন একজন ট্যুর গাইড হোটেলের অভ্যত্থনা রিসেপশনে দাঁড়িয়ে চাপা গলায় বলেন, পাকিস্তান এ হামলা চালিয়েছে। আবদুল হক স্কয়ারে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক নেতার গাড়ি লক্ষ্য করে। টিটিপির যে নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের অভিমত, তিনি হলেন টিটিপির অন্যতম প্রধান নেতা মুফতি নুর ওয়ালি মেহসুদ। তাঁর কিছু হয়েছে কি না, তা নিয়ে কাবুলে সাংবাদিকদের মধ্যে আলোচনা হলেও বিষয়টি নিশ্চিত করা যায়নি। শুক্রবার দুপুরের দিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে। অনুবাদক ও সাংবাদিক হাসমত স্থানিকজাই বলেন, তিনিও বিস্ফোরণের কোনো শব্দ শোনেননি। তাঁর বাড়ি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে। হাসমত বলেন, মেহসুদের আঘাত লেগেছে কি লাগেনি, সেটা খুব বড় কথা নয়। শহরের মানুষ কিঞ্চিৎ উত্তেজিত যে বিষয়টি নিয়ে তা হলো, এ হামলা যেখানে হয়েছে, সেটা কাবুলের একেবারে কেন্দ্রে, আর্গ অঞ্চল থেকে ১০০ বা ২০০ মিটার দূরে। এখানে প্রেসিডেন্ট ভবন রয়েছে। এর পাশেই রয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফলে বিষয়টি উদ্বেগের। তৎকালীন রাষ্ট্রপ্রধান আবদুর রহমান খান উনিশ শতকের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট ভবনের উদ্বোধন করেন। ২০২১ সাল পর্যন্ত এখানে প্রেসিডেন্ট হিসেবে ছিলেন আশরাফ গনি। হাসমত বলেন, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর করার সময়ই এ ঘটনা প্রমাণ করছে যে বিষয়টিকে ভালো চোখে দেখছে না পাকিস্তান। পাকিস্তান গত সেপ্টেম্বর মাসে জানিয়েছিল, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর টিটিপি ধারাবাহিকভাবে সীমান্ত অঞ্চলে হামলা চালাচ্ছে। পাকিস্তান সরকার সরাসরি আফগানিস্তানকে সাবধান করে দিয়েছিল।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..