পুরো যুবসমাজকে ডুবিয়ে দেওয়া হচ্ছে: সেলিম

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

মৌলভবাজারে যুব কমিউনিস্ট ক্যাম্পে বক্তব্য রাখছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম
মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বিভিন্ন দিক থেকে দেশ একটা ভয়াবহ সংকটে নিমজ্জিত। পুরো যুবসমাজকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হচ্ছে। সমাজে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। মৌলভীবাজারে সিপিবির উদ্যোগে দুই দিনব্যাপী সিলেট বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম এসব কথা বলেন। সিপিবির সভাপতি বলেন, ‘বিভেদ তৈরির বিরুদ্ধে লড়াই করতে হবে। শ্রেণিগত যে বিভাজন তৈরি করা হয়েছে, সেই বিভাজন চিরতরে রুদ্ধ করতে হবে। যৌবন হচ্ছে প্রতিবাদের বয়স। এই বয়সে বসে থাকা যাবে না। নিজের ব্যক্তিত্বকে বিকশিত করতে হবে। সমাজের কাছে তুলে ধরতে হবে। যুবসমাজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে। মানুষকে স্বপ্ন দেখাতে হবে, নিজে স্বপ্ন দেখতে হবে।’ তিনি আরো বলেন, ‘মানুষের প্রিয়তম সম্পদ হচ্ছে তার জীবন। আর এই জীবন একবারই হয়। জীবন শেষে যেন বলতে পারি, সমস্ত জীবন, সমস্ত শক্তি ব্যয় করেছি মানবজাতির মুক্তির সংগ্রামে। মানবজাতির মুক্তির কল্যাণে। পাকিস্থানের গোলামির বিরুদ্ধে লড়াই করেছি আমেরিকা-ভারতের গোলামির জন্য না।’ সিপিবির সভাপতি বলেন, মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে। আর মুক্তিযুদ্ধের শেষ লড়াইটা কমিউনিস্টরাই করবে, বামপন্থীরাই করবে। তরুণদের বুকে ক্ষোভের আগুন জ্বলছে। সবাই মিলে এই লড়াইটা করতে হবে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন যুব কমিউনিস্ট ক্যাম্পের আহ্বায়ক মো. মাসুক মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত, মোহাম্মদ কিবরিয়া ও আনোয়ার হোসেন, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এনাম আহমদ প্রমুখ। এর আগে গত ৮ নভেম্বর সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে দুদিনব্যাপী যুব কমিউনিস্ট ক্যাম্পের উদ্বোধন করেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান। সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত, মোহাম্মদ কিবরিয়া ও আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সিলেট জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম খোকা, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, ও সিলেট যুব কমিউনিস্ট ক্যাম্পের আহ্বায়ক মো. মাসুক মিয়া। মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে যুব কমিউনিস্ট ক্যাম্পে অংশগ্রহণকারীদের ১০টি ব্রিগেডে ভাগ করে উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পোস্টার লিখন ও নাটক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ ব্রিগেড বিজয়ী এবং কমরেড পান্না লাল সোম ব্রিগেড রানার আপ হয়। পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..