‘ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ রুখে দাঁড়াও’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

নিকোলাস মাদুরোকে উৎখাতের চেষ্টা ও ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে গত ৩ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিক্ষোভ সমাবেশ [ ছবি: রতন দাস ]
একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, উপনিবেশ বানানোর যুগ শেষ হয়েছে, নতুন করে তা সহ্য করা হবে না। লাতিন আমেরিকাসহ বিশ্বের শান্তিকামী জনগণ মার্কিন সাম্রাজ্যবাদের চাপিয়ে দেয়া নয়া ঔপনিবেশিকতা প্রতিরোধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, অনেক বছর ধরে মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলায় তাদের পুতুল সরকার বসানো ষড়যন্ত্র করছে। লাখো জনতার অভ্যুত্থানে বামপন্থিরা সেটাকে প্রতিরোধ করেছে। বর্তমানে বামপন্থি মাদুরো সরকারকে উৎখাতের উদ্দেশ্য চালানো হচ্ছে অন্তর্ঘাতমূলক তৎপরতা ও ষড়যন্ত্র। ভেনেজুয়েলার স্বাধীন ও সার্বভৌম সরকারকে অন্যায়ভাবে উৎখাতের জন্য মার্কিন সাম্রাজ্যবাদ সামরিক চাপ প্রয়োগ থেকে শুরু করে অর্থনৈতিক অবরোধ এবং নাশকতামূলক তৎপরতায় নানাভাবে লিপ্ত রয়েছে। বর্তমানে মার্কিনের এই আগ্রাসী তৎপরতা চরম আকার ধারণ করেছে। গত ৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিপিবি-র কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসান তারিক চৌধুরী, ঢাকা নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবতী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তার। শাহ আলম বলেন, ভেনেজুয়েলার তেল সম্পদ লুণ্ঠনের জন্যই সাম্রাজ্যবাদ মরিয়া হয়ে এই বেআইনী তৎপরতা চালাচ্ছে। লাতিন আমেরিকার সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বাংলাদেশের জনগণের সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেরকম নগ্নভাবে মার্কিন সাম্রাজ্যবাদ বিরুদ্ধাচরণ করেছে, ঠিক তেমনিভাবে আজ ভেনেজুয়েলায় জনগণের ন্যায্য সংগ্রামের বিরুদ্ধেও সে একইভাবে দাঁড়িয়েছে। অন্যান্য বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলাকে সংকটের চূড়ায় ঠেলে দিয়েছে। বিশ্ব জনমতকে চরমভাবে উপেক্ষা করে প্রতিক্রিয়াশীল অনির্বাচিত হুয়ান গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে একতরফাভাবে স্বীকৃতি দিয়ে ট্রাম্প প্রশাসন সুস্পষ্টভাবে ভেনেজুয়েলার সংকটকে তীব্র করেছে। একই সাথে কূটনৈতিক শিষ্টাচারকে লঙ্ঘন করে সেদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। এভাবে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ, সহিংসতা এবং অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে। সমাবেশ থেকে ভেনেজুয়েলার নির্বাচিত সরকারের প্রতি সমর্থন ও মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। সমাবেশ শেষে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে একটি প্রতিবাদ মিছিল রাজধানীর পুরানা পল্টনে এসে শেষ হয়।
প্রথম পাতা
সাহস ও দৃঢ়তার সাথে ‘দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম’ অগ্রসর করুন
‘শ্রেণি সংগ্রাম এগিয়ে নেওয়ার পথ প্রদর্শক কমরেড সুনীল রায়’
বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ উদীচীর
মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে কমিউনিস্ট পার্টির বিকল্প নেই
তীব্র গরমের অস্বস্তি সর্বত্র হাসপাতালে বাড়তি রোগী
১৬-১৮ মে ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন
শুভ জন্মদিন কমরেড লেনিন
চলে গেলেন শিবনারায়ণ দাস
অঙ্গীকার পূরণ হয়নি দুর্ঘটনা বেড়েছে
‘অবিলম্বে প্যালেস্টাইনে হামলা বন্ধ কর’
গার্মেন্ট শ্রমিক নেতা মো. মাসুদ ও রিফাত হোসেনের মুক্তি দাবি
‘সেলিব্রেটি উপাচার্য’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..