আদিবাসীদের পুকুর দখলের চেষ্টা, প্রতিবাদ সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বগুড়া সংবাদদাতা : আদিবাসী নেতা শ্রীকান্ত মাহাতোর পুকুর দখলের চেষ্টা করে একদল সন্ত্রাসী। গত ৯ সেপ্টেম্বর এলাকার গণমানুষের প্রতিবাদে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এর প্রতিবাদে, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী ফোরাম ও আদিবাসী পরিষদের সমন্বয়ে গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টায় শেরপুর বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী ফোরামের সভাপতি বাসুদেব মাহাতোর সভাপতিত্বে ও আদিবাসী ইউনিয়নের সভাপতি শ্রীকান্ত মাহাতোর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, সিপিবি শেরপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, ক্ষেতমজুর নেতা বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, আদিবাসী পরিষদের নেতা স্বপন মাহাতো। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। একই দাবিতে বগুড়ায় শেরপুরে আদিবাসী জেলা সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়। বগুড়ায় শেরপুরে আদিবাসী জেলা সমন্বয় কমিটির উদ্যোগে গত ২৩ সেপ্টেম্বর বেলা ১১ ঘটিকায় স্থানীয় বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি এবং পথসভাটি অনুষ্ঠিত হয়। আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতোর সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী ইউনিয়ন নেতা কমল সিং, প্রাণ সিং, আদিবাসী নেতা বাসুদেব, হৃদয় মাড্ডি, আদিবাসী পবিষদ নেতা স্বপণ মাড্ডি, সিপিবি জেলা সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, সদস্য বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, ক্ষেতমজুর সমিতি উপজেলা সভাপতি কবি আব্দুস সামাদ, কৃষক নেতা ওছমান গনি প্রমুখ।
শেষের পাতা
বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে পথসভার ডাক
ফেব্রুয়ারি মাসেই বইমেলা আয়োজনের দাবি
নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই গড়ে তুলবে উদীচী
গাজীপুর সাফারি পার্কে কমছে পশুপাখি
ঈশ্বরদীতে কমরেড জসিম উদ্দীন মণ্ডলের স্মরণসভা
দেশের সকল সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে : ছাত্র ইউনিয়ন
বাম গণতান্ত্রিক বিকল্প সরকার গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরাইলে মাহফুজা বেগমের শোকসভা
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই উদীচীর জন্মগত অঙ্গীকার
৭ দিনের সংবাদ...
‘বন্দর বিদেশিদের দিলে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে’
বন্দর ইজারার উদ্যোগ জাতীয় স্বার্থবিরোধী

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..