টিসিবির ট্রাক সেল বন্ধ
একতা প্রতিবেদক:
নিম্ন রোজগারকারী ও শ্রমজীবী মানুষদের জন্য ২০২২ সালে সুলভ মূল্যে সরকারিভাবে ট্রাকে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নেয় সরকার। ভর্তুকি মূল্যে এই ট্রাক সেল পরিচালনা করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে চাহিদা থাকা সত্ত্বেও ১৩ সেপ্টেম্বর থেকে ট্রাক সেল বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বিপাকে পড়েছেন অনেক গ্রাহক ও সাধারণ মানুষ। বিশেষ করে যারা টিসিবির ট্রাক সেলের পণ্যের ওপর নির্ভরশীল ছিলেন।
পল্টনের বাসিন্দা শুভ চন্দ্র শীল ট্রাক সেল আবার চালু করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, তেমন কোনো সুযোগ সুবিধা তো ঢাকায় নাই। অর্ধেক দামে ট্রাক থেকে পণ্য কিনতাম এতদিন, এখন এটাও বন্ধ হয়ে গেল। পুনরায় টিসিবির এই ট্রাক সেল চালুর করার দাবি জানাচ্ছি।
বিশ্লেষকেরা মনে করেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ট্রাক সেল চালু রাখা উচিত। তবে বাজেটের সীমাবদ্ধতা এবং ব্যাপক ভর্তুকির কথা বলছেন টিসিবির কর্মকর্তারা। আগামী রমজান বা বিশেষ সময়ে আবার ট্রাক সেল চালু হতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।
বিশ্লেষকেরা বলছেন, শহরাঞ্চলে সামাজিক সুরক্ষার তেমন কোনো কর্মসূচি নেই। তাই উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে কম আয়ের মানুষদের স্বস্তি দিতে টিসিবির ট্রাক সেল অব্যাহত রাখা উচিত। তবে বাজেটের সীমাবদ্ধতা এবং ব্যাপক ভর্তুকির কথা বলছেন সরকারি কর্মকর্তারা।
সরকারি হিসাব মতে, ২০২২ সালে দেশে দারিদ্রের হার ছিল ১৮ দশমিক ৭। একই সময়ে অতি দারিদ্র্যের হার ছিল ৩ দশমিক ৭৫ শতাংশ।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে এখন দারিদ্র্যের হার ২৭ দশমিক ৯৩ শতাংশ। ৫ দশমিক ৬ থেকে বেড়ে অতি দারিদ্রের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশের ১৮ শতাংশ মানুষ অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আর একটি পরিবারের মাসের মোট খরচের প্রায় ৫৫ শতাংশ চলে যায় খাবারের পেছনে।
এসব বিবেচনা করেই মূলত ট্রাকে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নেয় সরকার। যেন অতি দরিদ্র মানুষ একটু স্বস্তি পায়।
টিসিবির দেওয়া তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরে ট্রাকে পণ্য বিক্রির জন্য টিসিবিকে ১ হাজার ১৮১ কোটি টাকা ভর্তুকি দেয় সরকার। গত অর্থবছর এই ভর্তুকির পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।
টিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি ট্রাক সেল চালালে ভর্তুকির পরিমাণটা বেড়ে যায়। ভর্তুকি কমাতে ট্রাক সেল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২০২২ সাল থেকে কার্ড ব্যবস্থা চালু করে তৎকালীন সরকার। ১ কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমান কার্যক্রম সম্পর্কে টিসিবির মুখপাত্র ও উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদত হোসেন বলেন, আমাদের যে এক কোটি পরিবার টার্গেট, এর মধ্যে প্রায় ৬৫ লাখ কার্ড আমরা বিতরণ করেছি। এর মধ্যে প্রায় ৬০ লাখ কার্ড অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। অন প্রসেসে আছে আরও প্রায় ৫ লাখ কার্ড। বাকি ৩০ লাখের জন্য কাজ করছে স্থানীয় প্রশাসন।
সম্প্রতি সামান্য কমলেও প্রায় তিন বছর ধরে দেশে মূল্যস্ফীতির হার ১০ শতাংশের আশপাশে। দীর্ঘ এই মূল্যস্ফীতির চাপে পড়ে তিন বছরে দেশে দারিদ্র্যের হার ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশ। আর উচ্চ মূল্যস্ফীতির বাজারে খাবারের জোগান দিতে পরিবারের আয়ের প্রায় ৫৫ শতাংশ ব্যয় হয়ে যাচ্ছে।
শেষের পাতা
গাজীপুর সাফারি পার্কে কমছে পশুপাখি
ঈশ্বরদীতে কমরেড জসিম উদ্দীন মণ্ডলের স্মরণসভা
দেশের সকল সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে : ছাত্র ইউনিয়ন
বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে পথসভার ডাক
ফেব্রুয়ারি মাসেই বইমেলা আয়োজনের দাবি
নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই গড়ে তুলবে উদীচী
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই উদীচীর জন্মগত অঙ্গীকার
৭ দিনের সংবাদ...
‘বন্দর বিদেশিদের দিলে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে’
বন্দর ইজারার উদ্যোগ জাতীয় স্বার্থবিরোধী
বাম গণতান্ত্রিক বিকল্প সরকার গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরাইলে মাহফুজা বেগমের শোকসভা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন