ডা. আব্দুল মান্নান বুলু’র শোকসভা অনুষ্ঠিত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
দিনাজপুর সংবাদদাতা: সিপিবি কাহালু উপজেলার সম্পাদক ডা. আব্দুল মান্নান বুলু’র শোকসভা অনুষ্ঠিত। গতকাল ১০ জুন বিকেল ৫ টায় কাহালুর ঐতিহাসিক বটতলায় বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটি’র সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাহালু উপজেলা শাখার সম্পাদক ডা. আব্দুল মান্নান বুলু’র শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাহালু উপজেলা কমিটির সহকারী সম্পাদক অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র চাকী’র সভাপতিত্বে এবং সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় আলোচনা করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ন্যাপ-কমিউনিষ্ট-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, ডা. আব্দুল মান্নান বুলু’র ছেলে ডা. তোহাদ্দেছুল ইসলাম সুমন, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, কৃষক সমিতি বগুড়া জেলার সহ-সভাপতি হুমায়ুন কবির, যুব নেতা অখিল পাল, সাদ্দাম হোসেন, ছাব্বির আহম্মেদ রাজ, ছাত্রনেতা বায়েজিদ রহমান প্রমুখ। শোকসভায় বক্তারা বলেন, কমরেড আব্দুল মান্নান বুলু ছিলেন সততা, আদর্শনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সমগ্র জীবন ছিল ন্যায়ের পক্ষে। শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। সৎ, সাহসী ও নির্ভীক এই মানুষটি সাধারণ মানুষের সংগ্রাম থেকে নিজের ব্যক্তি জীবনকে কখনো আলাদা করেননি, অন্যায়ের সঙ্গে কখনোই আপস করেননি। কথা ও কাজের সমন্বয়, সুবিধাবাদের বিরুদ্ধে আপসহীন মনোভাব, সময়ানুবর্তিতা-নিয়মানুবর্তিতা ও মহৎ গুণাবলীর সমাহার তার জীবনের প্রতিটি মুহূর্তে বিশেষভাবে লক্ষ্যনীয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..