ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য বরাদ্দের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : আসন্ন জাতীয় বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পর্যাপ্ত বরাদ্দের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ঝিনাইদহ : ঝিনাইদহে বিক্ষোভ ও জনসংযোগ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুন বেলা ১১টায় জেলা শহরের শেরে বাংলা সড়ক এলাকায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ঝিনাইদহ জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। এ সময় ক্ষেতমজুর সমিতির ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি কাজী ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু তোয়াব অপু, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুল প্রমুখ। বক্তারা, আসন্ন জাতীয় বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য রেশনিং, পেনশন চালু ও কর্মসৃজন কর্মসূচি, বিধবা ভাতা, টিসিবি, স্বাস্থ্য, সন্তানের শিক্ষা এবং গ্রামীণ প্রকল্প ও কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো, লুটপাট-দুর্নীতি-ভুলনীতির বিরুদ্ধে জনজীবনের সংকট নিরসন, ক্ষেতমজুর-গ্রামীণ মজুর-জেলে-ভূমিহীনদের জন্য খাসজমি বন্দোবস্ত, অবাধ ট্রেড ইউনিয়ন, সারাবছর কাজ, প্রকৃত মৎস্যজীবী জেলেদের মাছ ধরাসহ ভূমি অধিকার, হাওড়-বাঁওড়-বিল-জলমহাল-বালুমহালে ইজারা পদ্ধতি বাতিল করে সমাজভিত্তিক সমবায় মালিকানা প্রতিষ্ঠার দাবি জানান। বক্তারা আরও বলেন, অন্তবর্তী সরকারের আমলে ২৭ লক্ষের বেশি মানুষ দরিদ্র হয়ে গেছে। প্রতিবছর লক্ষ কোটি টাকার লুটরা বাজেট হয় কিন্তু গরিব মানুষের দুর্দশা নিরসনে এবার গরীববান্ধব বাজেট প্রণয়ন করতে হবে। ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য শ্রমজীবী-মেহনতি মানুষের জন্য শোষণ-বৈষম্যমুক্ত একটি দেশ, সে আকাঙ্খা পূরণ আজো হয়নি। বিগত ২৪-এর গণঅভ্যুত্থানেও অতীতের মতোই সাধারণ মানুষ অকাতরে রক্ত দিয়েছে। জাতীয় বাজেটে গ্রামীণ মজুর-প্রান্তিক শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দিতে হবে। সমাবেশে শেষে শহরের বিভিন্ন হাট-বাজার, গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ ও প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত ২ জুন ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির উদ্যোগে সকাল ১১টায় সাতমাথা মুক্ত মঞ্চে সংগঠনের সহ-সভাপতি শ্রীকান্ত মাহাতো’র সভাপতিত্বে ও সোহাগ মোল্লা’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায়, কমল সিং, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন, আসন্ন জাতীয় বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য রেশনিং - পেনশন চালু ও কর্ম সজন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, টিসিবি পণ্য, স্বাস্থ্য ও সন্তানের শিক্ষায় বাজেটে বরাদ্দ প্রদান ও বাড়ানোর দাবি জানান। গাইবান্ধা : আসন্ন বাজেটে গ্রামীণ মজুরদের জন্য রেশনিং, বিনা জমায় পেনশন স্কিম চালু, গ্রামীণ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। সংগঠনটির জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গত ৩১ মে সকাল ১১টায় ডিবি রোডের ১নং রেল গেইট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে সেখানে এসে সমাবেশ করেছে। ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি ময়নুল কবীর মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জেলা কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম পিপুল, মশিউর রহমান মইশাল, সদর উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, আইয়ুব আলী, ইদ্রিস আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশের মেহনতি মানুষ বৈষম্যের শিকার আর গ্রামীণ ক্ষেতমজুররা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তারা আসন্ন বাজেটে গ্রামীণ মজুরদের জন্য সর্বত্র রেশনিং চালু, বিনা জমায় পেনশন স্কিম চালু, গ্রামীণ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ দেয়ার জোর দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..