খুলনায় রুহিন হোসেন প্রিন্স

প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্ভব

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

সিপিবি খুলনা জেলা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে আলোচনা করছেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স
খুলনা সংবাদদাতা : প্রয়োজনীয় সংস্কার এবং চব্বিশের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের কাজ সম্পন্ন করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। গত ১২ জুন সকাল ১১টার দিকে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দেশের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে এখন যে সংকট তৈরি হয়েছে তার দায় অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের- উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ এর আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোন দল বা গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়েই এগোতে চাইছেন সরকার। মানুষের মনে এসব কথা ঘোরাফেরা করছে যে তিনি কি দেশের মানুষের স্বার্থ রক্ষায় ভূমিকা নেবেন নাকি নিজস্ব কতগুলো এজেন্ডা আছে সেগুলো বাস্তবায়নে সময়ক্ষেপন করছেন? এপ্রিল মাস নির্বাচনের জন্য মোটেই উপযুক্ত নয়। বরং সময় দীর্ঘায়িত হলে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি ভূ-রাজনৈতিক কারণে দেশের উপরে আধিপত্য বিস্তার করতে চাইবে। সিপিবির সাধারণ সম্পাদক বলেন রাখাইনে করিডোর ও বন্দর লীজ দেওয়ার বিষয়ে সরকার যে কার্যক্রম পরিচালনা করতে চাইছে তা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। সরকার দেশের এই স্বার্থবিরোধী কাজ থেকে পিছু না হঠলে ২৭-২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে দেশপ্রেমিক গণতান্ত্রিক জনগণকে সাথে নিয়ে রোড-মার্চ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব, মব সন্ত্রাসে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ নির্মাণ। সিপিবি সেই লক্ষ্য অর্জনে সংগ্রাম করে যাচ্ছে। আগামীতে নীতি-নিষ্ঠ অবস্থানে থেকে সেই সংগ্রামকেই অগ্রসর করে নেবে। রুহিন হোসেন প্রিন্স বলেন, সারাদেশে অতীতে উন্নয়নের নামে লুটপাট পরিচালিত হয়েছে। বিভিন্ন জায়গায় অসম উন্নয়ন হয়েছে। দক্ষিণ অঞ্চলে এই অসম উন্নয়নের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলতে হবে। পদ্মা সেতু এপার ওপারের বন্ধন দৃঢ় করেছে কিন্তু সাধারণ জনগনের বন্ধন দৃঢ় করতে পারে নি। তাই এ অঞ্চলে পরিবেশবান্ধব উন্নয়ন, শিল্প উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমবন্টন নিশ্চিত করতে হবে। দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে সিপিবি বামপন্থী ও প্রগতিশীল অন্যান্য দল ও ব্যক্তিবর্গকে সাথে নিয়ে বিকল্পশক্তির সমাবেশ গড়ে তুলতে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নিবে উল্লেখ করে তিনি বলেন, খুলনা সব আসনে অবশ্যই সিপিবি বা বাম গণতান্ত্রিক শক্তির প্রার্থী থাকবে। এজন্য দেশ ও দেশের মানুষ বাঁচাতে নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির পতাকাতলে সচেতন দেশবাসীকে সমবেত হতে হবে। খারাপ শক্তিকে সব সময় ‘না’ বলতে হবে। সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশিদ, খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মোস্তাফিজুর রহমান রাসেল, রঙ্গলাল মূধা, কিংশুক রায়, এবং সৈয়দ লুৎফুল হক মিঠু, রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ। এসময় প্রেসক্লাবের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাংবাদিক ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রথম পাতা
‘মুরাদনগরের ঘটনা প্রমাণ দিচ্ছে সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ’
‘২০ বছর লে মজুরির কথাই বলছি’
গণতন্ত্র কায়েমের লড়াইয়ে বাম গণতান্ত্রিক নেতৃত্ব অপরিহার্য
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট নানা কর্মসূচি পালন করবে সিপিবি
বাংলাদেশে বেড়েছে ধর্ষণ-গণপিটুনিতে হত্যা
ফদলস্ফজ
দৈনিক ৬০০ টাকা মজুরিসহ ১০ দফা দাবি চা-শ্রমিকদের
জুলাইয়ের ৩ দিনে হাজারের বেশি রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে
‘পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখুন’
মুক্তিযুদ্ধের স্মারক সম্বলিত দেয়াল ভেঙে ফেলায় বামপন্থিদের ক্ষোভ
বাংলাদেশ এখন কোথায়?
‘ভালোমানুষ’
শ্রমিক হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দিন

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..