অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন-হত্যা ও মব সন্ত্রাস বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে শাহবাগ থেকে জাতীয় শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল [ ছবি: রতন কুমার দাস ]একতা প্রতিবেদক :
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, হত্যাকাণ্ডের প্রতিবাদ ও এর সঙ্গে জড়িতদের বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে উত্তাল সারাদেশ। রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ।
একই দাবিতে প্রগতিশীল বিভিন্ন সংগঠনের ডাকে গত ১১ মার্চ সন্ধ্যা ৭টায় শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শেষে সংক্ষিপ্ত সমাবেশে আয়োজকরা বক্তব্য রাখেন।
নারী নেত্রী লাকী আক্তারের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ’র সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, চারণ শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাকির হুসেন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবির, গ্রীন ভয়েসের হুমায়ুন কবির সুমন, তিতলী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের অন্যতম সংগঠক রোকসানা আফরোজ আশা, আন্দোলনের অন্যতম সংগঠক সানাম খান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন নেতারা। বক্তারা, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টর অপসারণ এবং ধর্ষকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানান।
সভাপতির বক্তব্যে লাকী আক্তার বলেন, ৭ মাস পরে এসে অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষক, নিপীড়ক, মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর কথা বলছেন। অথচ এই ৭ মাসে অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়ন, মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসকল ঘটনায় কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। উলটো আজকে দুপুরে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশ দিয়ে হামলা চালিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে নারী নিপীড়কদের পক্ষ নিয়ে মব ভায়োলেন্স উস্কে দিয়েছে। এই সরকারকে আর বিশ্বাস করার সুযোগ নেই। আমাদের নিরাপত্তা নিশ্চিতে আমাদেরই এগিয়ে আসতে হবে।
এসময় তিনি দেশবাসীকে খুন, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।