দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার লড়াই

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা বিদেশ ডেস্ক : অনেক পোড় খাওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মধ্যে যে এখনো জয়ের ধারা বহমান রয়েছে, তা তিনি প্রমাণ করে চলেছেন। সম্প্রতি আদালতের লড়াইয়ে তৃতীয় দফায় জয় পেয়েছেন তিনি। গত মাসে ৮২ বছর বয়সী এই লড়াকু নেতা আগামী মে মাসের শেষের দিকে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তাঁকে বা তাঁর নতুন দলকে সরানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। জ্যাকব জুমা এএনসির হয়ে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। দুর্নীতির অভিযোগ ও মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে পদ থেকে সরে যেতে হয়। এ বছরের জানুয়ারিতে জুমাকে দলীয় সদস্যপদ থেকে অব্যাহতি দেয় এএনসি। নতুন দল গঠনের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জুমার ‘জাতির বর্শা’ নামে নতুন ‘বিদ্রোহী’ দল উমখুনটো উই সিজ (এমকে) যাতে নির্বাচনে আসতে না পারে, তার চেষ্টা করেছিল এএনসি। এমকের নাম ও লোগো নিয়ে আপত্তি জানায় এএনসি।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..