বেতন-ভাতা ও বোনাসের দাবিতে জি-স্কপের সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
নারায়ণগঞ্জ সংবাদদাতা : অবিলম্বে উৎসব বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। শ্রমিক নেতা এম.এ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জি-স্কপের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী ও বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা হাফিজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ইকবাল হোসেন, সৈয়দ হোসেন প্রমুখ। সমাবেশে শ্রমিক নেতা কাজী রুহুল আমিন বলেন, শ্রম প্রতিমন্ত্রী ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করার ঘোষণা করে প্রকারান্তরে মালিকেরকে বেতন-বোনাস না দিলেও যাতে কোন জবাবদিহিতার সম্মুখীন হতে না হয় সেই সুযোগ করে দিয়েছেন। একদিকে শ্রম প্রতিমন্ত্রী মালিকদের পক্ষ নিয়েছেন। অপরদিকে সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ সরাসরি মালিকদের পক্ষ নিয়ে নানামুখী অপতৎপরতায় লিপ্ত। এমনকি নানাভাবে শ্রমিকদেরকে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। বকেয়া ও ন্যায্য পাওনার দাবির কর্মসূচিতে লাঠি গুলি টিয়ারসেল দিয়ে দমন-পীড়ন চালানো হচ্ছে। কিছু কিছু সরকারি কর্মকর্তা রাষ্ট্রের দায়িত্ব পালন না করে সরাসরি মালিকদের স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করছেন। সরকার ও তাদের এসকল অসৎ কর্মকর্তাদের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনই পাওনা ও দাবি আদায়ের একমাত্র পথ। তাই সারা দেশের সকল শ্রমিক-কর্মচারীদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। কোন কারখানায় বেতন বোনাস না দিয়ে অনাহারে রাখলে প্রয়োজনে ঈদের দিনেও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..