হাসান তারিক চৌধুরী বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক পুনঃনির্বাচিত
একতা প্রতিবেদক :
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হাসান তারিক চৌধুরী নেপালের কাঠমান্ডুতে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদ এর ১৯তম কংগ্রেসে সংগঠটির কেন্দ্রীয় সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
জনগণের অধিকারের জন্য আইন প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দুনিয়ার বিভিন্ন দেশের বিজ্ঞ আইনজীবীগণের সাথে এই সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন। গত ১৮ জুলাই কাঠমান্ডুতে এ সম্মেলন উদ্বোধন করেন নেপালের মাননীয় প্রধানমন্ত্রী, নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কমরেড কে পি শর্মা অলি।
এছাড়াও নেপালের আইনমন্ত্রী, এটর্নি জেনারেল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, ভিয়েতনাম, ফিলিপাইন, ইরাক, গ্রীস, ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, কোরিয়া, পাকিস্তান, ভারত, নেপাল ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আইনজীবীরা অংশ নেন।
সেখানে তারা ফ্যাসিবাদ, মানবাধিকার, আইনের শাসন, পরিবেশ এবং ভূরাজনীতি বিষয়ক নানা সেমিনারে অংশ নেন। এবং দেশ ও আন্তর্জাতিক রাজনীতির ওপর আলোচনা করেন।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন