‘মব সন্ত্রাস’-এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি
একতা প্রতিবেদক :
সারাদেশে চলমান ‘মব সন্ত্রাস’-এর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ও চট্টগ্রামে রোডমার্চের প্রচারে পুলিশী বাধায় নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ।
গত ২৫ জুন সকাল ১১ টার দিকে জোটের কেন্দ্রীয় পরিষদের সভা জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
সভায় বক্তারা বলেন, গত ২২ জুন লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দরিদ্র নরসুন্দর বাবা ও ছেলেকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় মব সৃষ্টিকারী লোকজন। একইদিনে আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে সহযোগিতাকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ‘মব’ তৈরি করে জুতার মালা পড়ানো হয় ও মারধর করা হয়।
সভায় এসব ঘটনার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আইনের শাসনের বিরোধী ও গণতন্ত্রের পক্ষে হুমকিস্বরূপ এসব মব সন্ত্রাস বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সভায় আরও বলা হয়, অন্তবর্তী সরকারের ১০ মাস অতিবাহিত হলেও অব্যাহত মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা সীমাহীন। যা কোনক্রমেই মেনে নেওয়া যায় না। শুধু সরকার নয় সেনাপ্রধানও মবের বিরুদ্ধে বলার পরও পরিস্থিতির কেন পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। ফলে দেশের জনগণ আতংকিত।
এসকল ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শক হলেও, সরকারের সমালোচনা করে বক্তব্য প্রচারের গণতান্ত্রিক অধিকার খর্ব করার ক্ষেত্রে তারা অতিশয় তৎপর।
বামজোট নেতারা বলেন, বর্তমান সরকার এখতিয়ার বহির্ভূতভাবে বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেয়া, রাখাইনে করিডোর দেয়া- ইত্যাদি সিদ্ধান্ত নিচ্ছে। এর প্রতিবাদে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ রোডমার্চের ডাক দিয়েছে। চট্টগ্রামে রোডমার্চের প্রচার চলাকালে গত ২৩ জুন পুলিশ প্রচারকাজে নেতাকর্মীদের বাধা দেয়। এ ধরণের আচরণ গণতন্ত্র পরিপন্থি।
সভা থেকে রোড মার্চের প্রচারকাজে বাধা সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ।
শেষের পাতা
পিরোজপুরে ভাঙা বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে ২০ হাজার মানুষ
শেরপুর ঘুগা বটতলা মহাসড়কে ফুট ব্রিজ স্থাপনের দাবি
দেশবিরোধী এজেন্ডা বাস্তবায়ন হতে দিব না
৭ দিনের সংবাদ...
দাম বেড়েই চলেছে নিত্যপণ্যের
মৌলা ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে হাজার-হাজার মানুষ
জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চের সমর্থনে সংহতি পদযাত্রা
সিংড়ায় সেতুর মধ্যে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল
কমরেড অনিমা সিংহের মৃত্যুবার্ষিকীতে দুর্গাপুরে স্মরণসভা
ভাওয়াল-চন্ডিপুর-অগ্রখোলা সড়ক যেন মরণফাঁদ
মব সন্ত্রাস, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় বাম জোটের উদ্বেগ
Login to comment..