শেরপুরে প্রগতি লেখক সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
শেরপুর সংবাদদাতা : শেরপুর জেলা সদরের নিউমার্কেটে গত ২৪ অক্টোবর সকাল ১১টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কার্যালয়ে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রগতি লেখক সংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সনাৎ কুমার ঘোষ সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রগতি লেখক সংঘ শেরপুর জেলা শাখার সভাপতি ড. সুধাময় দাসের সভাপতিত্বে এবং কবি রবিন পারভেজের সঞ্চালনায় প্রথম অধিবেশনে যুগ্ম সাধারণ সম্পাদক শোক প্রস্তাব এবং প্রয়াতদের স্মরণে নিরবতা পালন করেন। অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক আয়-ব্যয়ের হিসাব এবং সাধারণ সম্পাদক রবিন পারভেজ সংগঠনের সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন। প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক দীপঙ্কর গৌতম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রগতি লেখক সংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ছড়াকার সনৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির রেজা, সহ-সভাপতি কৃষিবিদ রঞ্জন সরকার। প্রথম অধিবেশনে ড. সুধাময় দাসকে সভাপতি, কবি রবিন পারভেজকে সাধারণ সম্পাদক, মুনীরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি কণ্ঠ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত করা হয়। বিকাল ৩টায় শোভাযাত্রার পর দ্বিতীয় অধিবেশনের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সনৎ কুমার ঘোষ, সাব্বির রেজা, রঞ্জন সরকার, রবিন পারভেজ, মুনীরুজ্জামান, হাদিউল ইসলাম জুয়েল, জ্যোতি পোদ্দার, শুভজিৎ নিয়োগী প্রমুখ। কবিতা আবৃত্তি করেন একুশে দ্যুতি, সুদীপ্ত শ্রেষ্ঠা এবং মুক্তি দত্তের নেতত্বে গণসঙ্গীত পরিবেশন করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..