সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিরাজগঞ্জ জেলা কমিটির সম্পাদকমণ্ডলির সভা গত ১৯ অক্টোবর সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন। সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমিন। সভায় কেন্দ্রীয় কর্মসূচির ঝটিকা সফর ও সিরাজগঞ্জ জেলায় ২ টি স্থানে পথ সমাবেশ কর্মসূচি বাস্তবায়নে পর্যালোচনা বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা কমিটির সম্পাদক শহিদুল্লাহ সবুজ, জেলা কমিটির সম্পাদকমণ্ডলির সদস্য সাইফুল ইসলাম সফি, সুনীল কুমার দে, লিয়াকত আলী ফারুক আহমেদ, শেখ সুলতান আহমেদ, আবদুল বাকি, রেবেকা সুলতানা প্রমুখ। সভায় আগামী ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল কারার লক্ষে বিভিন্ন উপজেলায় একাধিক কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা নেয় হয়। সম্পাদকমণ্ডলি সভা থেকে নেতৃবৃন্দ, চট্টগ্রাম বন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছে ৩০ বছর লিজ দেওয়ার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..