‘এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যাশা পূরণ হয়নি’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : এবারের শিক্ষক আন্দোলন অতীতের তুলনায় আরও স্বতঃস্ফূর্ত ছিল। আন্দোলনকারী নেতৃবৃন্দের সাথে সরকারের দরকষাকষিতে নিপীড়িত শিক্ষকদের প্রত্যাশা পূরণ হয়নি। এতে আংশিক দাবি পূরণ হয়েছে, যা অতি ক্ষুদ্র। এতে করে আগামী পে স্কেলে বৈষম্য আরও জোরদার হলো। সরকারি চাকরীজীবীদের মধ্যে যারা মফস্বলে থাকেন তারা বাড়িভাড়া পান ৪৫ শতাংশ। গত ১৩ আগস্ট রাজধানীর প্রেসক্লাবে শিক্ষকদের মহাসমাবেশ থেকে দাবি ছিলো সরকারি নিয়মে বাড়িভাড়া-চিকিৎসাভাতা, শ্রান্তিভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব বোনাস। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লব একথা বলেন। এমপিওভূক্ত শিক্ষকদের টানা ১০ দিনের অবস্থান কর্মসূচীতে লাখো শিক্ষকের উপস্থিতিতে আন্দোলনের মধ্য দিয়ে আজ অর্থ মন্ত্রণালয় কর্তৃক দুই ধাপে ১৫ শতাংশ বাড়িভাড়া প্রদানের ঘোষণায় অসন্তোষ প্রকাশ করে বিবৃতি দেয় বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। নেতৃবৃন্দ বলেন, সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব বোনাসের প্রজ্ঞাপন নতুন করে জারি করতে শিক্ষা উপদেষ্টার প্রতি আহবান জানান। উল্লেখ্য, গত ১৩ আগস্ট এমপিওভূক্ত শিক্ষকদের মহাসমাবেশের পূর্বেই ২ হাজার টাকা বাড়িভাড়া ও ৫’শ টাকা মেডিকেল ভাতা দিতে থোক বরাদ্দের পদক্ষেপ নিয়েছিলেন। বর্তমানে ঘোষিত প্রজ্ঞাপনে এবং পূর্বের পদক্ষেপের সাথে আহামরি কোন হেরফের হয় নি বরং বঞ্চিত হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..