গাজায় যাওয়ার পথে আটক গ্রেটা থুনবার্গ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : ত্রাণ নিয়ে গাজার পৌঁছানোর আগেই ইসরায়েল সেনার হাতে গ্রেপ্তার হলেন জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। এই ঘটনার আগে গ্রেটা এক্সহ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে বলতে শোনা যায় যে, ইসরায়েল সেনা তাদের অপহরণ করতে এসেছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘‘এই ভিডিও যারা শুনছেন বা দেখছেন তাদের কাছে আবেদন সুইডেন সরকারের ওপর চাপ তৈরি করতে যাতে তারা আমাদের ইসরায়েলের হাত থেকে উদ্ধার করেন।’’ ইসরায়েলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে তারা থুনবার্গ এবং তার সঙ্গীদের গ্রেপ্তার করেনি। বিদেশ মন্ত্রী বলেছেন, তাদের জল এবং স্যান্ডুইচ দেওয়া হয়েছে খাওয়ার জন্য। ইসরায়েলের মন্ত্রী আরও দাবি করেছেন গাজায় যেই ত্রাণ গ্রেটা থুনবার্গরা নিয়ে যাচ্ছিলেন তা গাজায় পৌঁছে দেওয়া হবে ইসরায়েলের পক্ষ থেকে। ১২ জনের এই দলে গ্রেটা থুনবার্গ ছাড়াও ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের ফরাসি প্রতিনিধি রিমা হাসান। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হাসপাতাল, বাড়ি, স্কুল লক্ষ করে চলেছে প্রাণঘাতী হামলা। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। যুদ্ধ বিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যখন জাতিসংঘ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে তাতে বাধা দিয়েছে ইসরায়েল। চাপে পড়ে হাতে গোনা কয়েকটি সাহায্য গাজার মানুষের কাছে পৌঁছাতে পেড়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..