কমরেড দেলোয়ার হোসেন স্মরণে গোবিন্দগঞ্জে শোকসভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য, আশির দশকের সাবেক ছাত্র ইউনিয়ন নেতা দেলোয়ার হোসেন স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে গত ৭ এপ্রিল বিকেল ৩টার দিকে উপজেলা সিপিবি কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি অশোক আগরওয়ালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন মোবারকের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এমএ মতিন মোল্লা, সিপিবি পলাশবাড়ী উপজেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু, সিপিবি সাঘাটা উপজেলা কমিটির সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, কৃষক সমিতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, ক্ষেতমজুর সমিতির সভাপতি সাইদুর রহমান, সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান, সেনেটারী ইন্সপেক্টর মিলন কুমার গুন, মৃত দেলোয়ার হোসেনের সহধর্মিনী সোহরা বেগম, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। উল্লেখ্য, গত ২৭ মার্চ বগুড়ায় টিএমএসএস হাসপাতালে কমরেড দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..