ইস্তাম্বুলে রুশ-মার্কিন প্রতিনিধিদের পাঁচ ঘণ্টার বৈঠক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : মস্কো ও ওয়াশিংটনে দূতাবাসের কার্যক্রম সচল রাখতে ইস্তাম্বুলে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। ইস্তাম্বুলে রুশ কনস্যুলেট ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রুশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চলে। আলোচনায় রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ এবং মার্কিন দলের নেতৃত্ব দেন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী সোনাটা কুল্টার। বৈঠকের আগে আলেকজান্ডা দারচিয়েভ জানিয়েছিলেন, দূতাবাস সংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয়ে ইতোমধ্যেই কিছু অগ্রগতি হয়েছে। ইউক্রেন সংঘাতের পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। উভয় দেশ কূটনীতিকদের পাল্টাপাল্টি বহিষ্কার করে এবং দূতাবাসের কর্মীর সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে আনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে কূটনৈতিক সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..