পাকিস্তানে ট্রেন অপহরণ, পণবন্দি বহু, নিহত ৬ সেনা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : যাত্রীবোঝাই ট্রেন অপহরণ পাকিস্তানে। জানা গেছে, জাফর এক্সপ্রেস ট্রেনটিতে চারশোর বেশি যাত্রী রয়েছে। ট্রেনটি হাইজ্যাক করেছে বালোচ লিবারেশন আর্মি। জানা গেছে ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, পাকিস্তানের বালোচিস্তানে ট্রেনের চালক সহ প্রায় ১২০ জন যাত্রীকে তারা পণবন্দি করেছে। পাকিস্তানের ৬ জন সেনার মৃত্যু হয়েছে। সেনা অভিযান চালালে গোটা ট্রেন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। চূড়ান্ত উত্তেজনা গোটা পাকিস্তান জুড়ে।বালোচ লিবারেশন আর্মি’র তরফে বিবৃতি জারি করো বলা হয়েছে জাফর এক্সপ্রেস তাদের হেফাজতে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর অনুয়ায়ী, এদিন জাফার এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ-পশ্চিম বালোচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুন প্রদেশের পেশোয়ার শহরের উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রা শুরুর কিছু সময় পরই ট্রেনটিতে হামলা চালায় ওই সশস্ত্র ‘দ্য বালোচ লিবারেশন আর্মি’। ট্রেনটিতে রয়েছেন পাকিস্তানের একাধিক সেনা আধিকারিক, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সন্ত্রাসবাদী সংগঠন তাদের বিবৃতিতে দাবি করেছে মহিলা, শিশু এবং বালোচিস্তানের যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে। ১০০ জনের বেশি যাত্রীকে পণবন্দি করা হয়েছে। পাকিস্তানের ৬ জন সেনার মৃত্যু হয়েছে। হুঁশিয়ারি জারি করে বলা হয়েছে, ‘‘সেনাবাহিনী কোনও অভিযানের চেষ্টা করে, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। শত শত বন্দিকে মেরে ফেলা হবে। এর দায় সম্পূর্ণরূপে সেনার উপর বর্তাবে।’’ এই ঘটনায় ছয় সেনা ছাড়া আর কেউ হতাহত হয়েছেন কি না তা বালোচিস্তানের সরকার বা রেলের তরফ থেকে এখনও স্পষ্ট করে কিছু না জানালেও নড়ে চড়ে বসেছে বালোচিস্তানের প্রাদেশিক সরকার। সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেছেন, ‘‘পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেই সঙ্গে তদন্তকারী সংস্থাগুলিকেও সক্রিয় করা হয়েছে।’’ সংবাদ সংস্থার খবরে জানা গেছে সন্ত্রাসবাদীরা ট্রেনটিকে মাচের পাহাড়ি এলাকায় থামাতে বাধ্য করে। এরপর সেখানে যাত্রীদের অপহরণ করা হয়। পাকিস্তানের রেলওয়ে পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের রেলওয়ে বিভাগের আধিকারিক মহম্মদ কাশিফ জানিয়েছেন, নয়টি কোচবিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০০ জনেরও বেশি সন্ত্রসবাদীদের পণবন্দি হয়েছেন। সংবাদ সংস্থা জানিয়েছে, ট্রেনের নিরাপত্তার দায়িত্ব থাকা ছয় সেনাকর্মী বালুচ বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..