জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করুন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : শহীদ তাজুল দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) উদ্যোগে গত ১ মার্চ সকাল ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। টিইউসির সহসভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন টিইউসির দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা। বক্তব্য দেন টিইউসির অর্থ সম্পাদক কাজী মো. রুহুল আমিন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসলাম খান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ প্রমুখ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক নেতা আলী হোসেন, ব্যাংক কর্মচারি নেতা সিরাজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক নেতা সাদেকুর রহমান শামীম, নারী শ্রমিক নেত্রী সায়েরা খাতুন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যাতাকলে দেশের শ্রমজীবী-মেহনতি মানুষসহ নিম্ন আয়ের সাধারণ জনগণ আজ চরম সংকটময় অবস্থায় দিন যাপন করছে। এ অবস্থায় উৎপাদন ও জাতীয় অর্থনৈতিক স্বার্থে শ্রমিক কর্মচারীদের বাঁচিয়ে রাখতে জাতীয় নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। নেতৃবৃন্দ ২০ রমজানের মধ্যে শ্রমিক কর্মচারিদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে চলতি সপ্তাহের মধ্যে এই বিষয়ে রাষ্ট্রের যথাযথ সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান। টিইউসি নেতৃবৃন্দ খুন-ধর্ষণ-দমন-পীড়ন-চাকরিচ্যুতি বন্ধ এবং আউটসোর্সিং প্রথা বাতিল করে স্থায়ী নিয়োগ প্রদানের ব্যবস্থা জরুরি বলে দাবি করেন। সংবিধান, আইএলও কনভেনশন ও আন্তর্জাতিক শ্রম মান অনুসারে শ্রম আইন সংশোধনের দাবি জানান। সমাবেশ থেকে দেশব্যাপী নানাবিধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে একটি মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। খুলনা: ১৯৮৪ সালে ১ মার্চ এরশাদের সামরিক শাসকবিরোধী গণতন্ত্রের লড়াইয়ের সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ পাস করা আদমজী জুট মিলের বদলি শ্রমিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা কমরেড তাজুল ইসলামকে এরশাদের গুণ্ডাবাহিনী শ্রমিক ধর্মঘট চলাকালীন পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। কমরেড তাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ মার্চ সন্ধ্যা ছয়টার দিকে সিপিবি খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে দলীয় কার্যালয় এক স্মরণসভা খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা মুক্তিযোদ্ধা নিতাই পাল, নীরজ রায়, যুবনেতা সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, তুষার বর্মণ প্রমুখ। গাইবান্ধা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে শহিদ তাজুল দিবস পালিত হয়েছে। গত ১ মার্চ সকাল ১১টার দিকে পার্টির জেলা কার্যালয়ে দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এস ময় শহীদ তাজুলের প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সিপিবি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী প্রমুখ। এর আগে শহীদ তাজুলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিপিবি জেলা নেতৃবৃন্দ, কৃষক সমিতি, জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ। বগুড়া: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির উদ্যোগে গত ১ মার্চ সাতমাথাস্থ ছাত্র ইউনিয়ন কার্যালয়ে কমরেড শহিদ তাজুলের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, লিয়াকত আলী কাক্কু, শাহনিয়াজ কবির খান পাপ্পু, অখিল পাল, ক্ষেতমজুর নেতা শুভ শংকর গুহ রায় বাবুন, কৃষক নেতা নাদিম মাহমুদ, সোহানুর রহমান সোহান, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, উদীচী নেতা সুকমল চন্দ্র দাস, মো. আহসান, যুবনেতা মো. বারেক প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..