ঢামেকে আহতদের পাশে বাম প্রগতিশীল নেতৃবৃন্দ

আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা এবং বাংলাদেশ জাসদ এর নেতৃবৃন্দ গত ২৮ জুলাই সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ ও নির্যাতনে আহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। নেতৃবৃন্দ ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের সঙ্গে দেখা করে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নেন। হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহত ব্যক্তিবর্গের সাথ কথা বলেন এবং আহত হওয়ার ধরন ও শারীরিক ক্ষতির চিত্র দেখে বিস্ময় প্রকাশ করে নেতৃবৃন্দ এ ধরনের হামলা ও পুলিশি গুলিবর্ষণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ অনেককে বন্দুকের গুলিতে আহত হওয়ার বিষয়ে চিকিৎসকদের কাছে জেনেছেন। অথচ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী রাবার বুলেট, টিয়ারসেল, সাউন্ডগ্রানেড ব্যবহার করেছেন বলে নির্জলা মিথ্যাচার করে দেশবাসীর কাছে সত্য গোপন করছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..