‘মেহেরবানি’

Posted: 30 নভেম্বর, 2025

একতা প্রতিবেদক : এই সরকারের ‘মেহেরবানি’ দেখে যে কেউ আবেগে কেঁদে ফেলবেন। কী স্বীকারোক্তি বাপরে! ‘বিপ্লবী পরিবর্তন’ যাকে বলে আরকি! ভাবাই যায় না। দেশের সহস্রাধিক মানুষ বুকের রক্ত ঢেলে দিয়ে এই দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাদের রক্তের মূল্য শোধ করার একটা দায় আছে না! একটা গোষ্ঠী নিজ দায়িত্বে সেটা হাতে তুলে নিয়েছে। হয়ত তারা ভেবেছে, সরকার তো নিজেরই কাজ নিয়েই হিমসিম। আমরাই দায়টা শোধ করে ফেলি। নমুনা হিসেবে ৫ অগাস্টের জেলায় জেলায় মাজার ভাঙা হয়েছে, রাজনৈতিক ‘মব’ করা হয়েছে। বাউলদের উপর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা-নির্যাতন করা হয়েছে। এভাবেই তারা জুলাই শহীদের রক্তের দায় শোধ করেছে। সরকার কী এসব এক্ষেত্রে স্পিকটিনট ছিল? না, না তা হবে কেন? সরকারের কেউ বলেছেন, এটা ভারতের ষড়যন্ত্র, কেউ বলেছেন এটা প্রেশার গ্রুপের কাজ, কেউ বলেছেন এটা জাগ্রত জনতার ক্ষোভ! অপরাধকে পাশ কাটিকে সরকার অপরাধীকে কোলে তুলে নিয়ে মানুষকে মুখ ভেংচি কেটেছে তখন। অপরাধীকে গ্রেপ্তার! সে তো বাপু মবের ডিকশেনারিতেই নেই! তবে এক্ষণে কী হল! সরকার এক্কেরে সরাসরি বলে দিছে, বাউলদের উপর যারাই হামলা করেছে, তাদের গ্রেপ্তার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নিয়ে আলাপ হয়নি। তবে যতদূর জানি যারা বাউলদেরকে আক্রমণ করেছে তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যেখানে হামলা হয়েছে, সেখানে পুলিশ খুব সাঁড়াশি অভিযান করছে। দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন।’ আহা! সরকারের কী মেহেরবান, তার কী মেহেরবানি।