বন্দর ইজারার সিদ্ধান্ত না পাল্টালে ৪ ডিসেম্বর
প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিক্ষোভ
Posted: 30 নভেম্বর, 2025
একতা প্রতিবেদক :
লালদিয়া, পানগাঁও টার্মিনাল ডেনমার্ক ও সুইজারল্যান্ডের কোম্পানির কাছে দীর্ঘ মেয়াদে ইজারার চুক্তি বাতিল এবং চট্টগ্রামের নিউমুড়িং, মংলা, পতেঙ্গা বন্দর বিদেশিদের ইজারা দেয়ার পাঁয়তারা বন্ধ না করলে আগামী ৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
গত ২৩ নভেম্বর বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এ ঘোষণা দেন। এসময় জোটের নেতৃবৃন্দ- দেশের বন্দর ও জাতীয় সম্পদ-স্বার্থ রক্ষায় ঘোষণা করা সকল কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান অন্তর্র্বর্তী সরকার জনমত উপেক্ষা করে পতেঙ্গার লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য ডেনমার্কের প্রতিষ্ঠানের সাথে ৪৫ বছরের জন্য চুক্তি করেছে। এ ছাড়া কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও নো টার্মিনালটি ২২ বছরের জন্য পরিচালনা করতে সুইজারল্যান্ডের মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি মেডলগ এস প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে। অথচ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে ২০১৩ সালে ১৫৬ কোটি টাকায় এই টার্মিনাল গড়ে তোলে। গত ১৭ নভেম্বর যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রীসহ অপরাধীদের বিচারের রায় হচ্ছে এবং দেশের জনগণের দৃষ্টি সেদিকে নিবদ্ধ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোপনীয়তার সাথে এই দুটি দেশবিরোধী চুক্তি সম্পন্ন করে সরকার। এর আগে প্রয়োজনীয় বোর্ড সদস্য ছাড়াই অনুমোদন নিয়ে সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় মূল্যায়ন কমিটিকে পাশ কাটিয়ে ৭ ও ৮ নভেম্বর সাপ্তাহিক ছুটির দিনে চুক্তির নেগোশিয়েশন ও চূড়ান্ত দলিলের কাজ সম্পন্ন করে বলে জানা যায়।
জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) এর সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন বাসদ কেন্দ্রীয় সদস্য খালেকুজ্জামান লিপন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
বর্তমান সরকারের এই ধরনের চুক্তি করার কোন এখতিয়ার নেই উল্লেখ করে নেতারা বলেন, ‘সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়া। চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত স্থানে বিদেশি কেম্পানিকে বন্দর নির্মাণ ও পরিচালনা জন্য ইজারা দেওয়া সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’
সমাবেশ থেকে বক্তারা, স্কপ আহুত অবরোধের কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করে।
নারায়ণগঞ্জ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট জেলা কমিটি। সমাবেশ শেষে শহরে মিছিল অনুষ্ঠিত হয়।
সিপিবি জেলা কমিটির সভাপতি শিবনাথ চক্রবর্ত্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি নেতা দুলাল সাহা ও ইকবাল হোসেন, বাসদ জেলা সদস্য সেলিম মাহমুদ।
বিবৃতিতে তিনি বলেন, জনমত উপেক্ষা করে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালকে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ইজারা চুক্তি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ৪৫ বছরের এই চুক্তিতে মাত্র ৬০ কোটি ডলার বিনিয়োগ করবে এবং বছরে ৮ লাখ কন্টেইনার উঠানো-নামানো করবে। এছাড়া কেরানীগঞ্জে অবস্থিত চট্টগ্রাম বন্দরের পানগাঁও নৌ টার্মিনালটি ২২ বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে সুইজারল্যান্ডের মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি মেডলগ এস প্রতিষ্ঠানকে। অথচ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে ২০১৩ সালে ১৫৬ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দুটি কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেয়ার চুক্তিটি সম্পন্ন করেছে জনগণকে না জানিয়ে। আমরা এর তীব্র প্রতিবাদ জানায়।
ময়মনসিংহ : গত ২৩ নভেম্বর বিকাল ৪টায় শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে চট্টগ্রামের লালদিয়ার চরে ডেনমার্কের কোম্পানিকে বন্দর নির্মাণের জন্য ও পানগাঁও টার্মিনাল সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিল এবং নিউমুরিং, পতেঙ্গা ও মংলা বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট, ময়মনসিংহ জেলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত, বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য আরিফুল হাসান, বাসদ নেতা তানজিল হোসেন মুনিম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মহানগর শাখার আহ্বায়ক আজহারুল ইসলাম আজাদ প্রমুখ।
দেশের বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেবার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘অতীতেও সকল সরকার নানাভাবে দেশের সম্পদ বিদেশি সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলোর হাতে তুলে দিয়েছে। কয়েকমাস আগে চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিলো। আওয়ামীলীগ বিগত সময়ে জনগনকে অন্ধকারে রেখে অসংখ্য দেশ বিরোধী চুক্তি বাস্তবায়ন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্খা ছিলো সকল সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে, বৈষম্যমূলক চুক্তির বিরুদ্ধে একটি স্বনির্ভর দেশ গঠন করা।’
খুলনা : বন্দর ইজারা দেয়ার চক্রান্ত বন্ধ করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির উদ্যোগে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর পিকচার প্যালেস মোড়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জোটের জেলা কমিটির সমন্বয়ক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সদস্যসচিব কোহিনুর আক্তার কনা। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি এস এ রশীদ, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, বাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি জেলা সহ-সম্পাদক হুমায়ুন কবির, মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, বাসদ জেলা সদস্য আব্দুল করিম, কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক কাজী দেলোয়ার হোসেন, সমরেশ রায় প্রমুখ।
নেতৃবৃন্দ আরও বলেন, বন্দর একটি দেশের অর্থনৈতিক করিডোর। এই বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়ার মাধ্যমে বাস্তবে আমাদের দেশকে বিপদের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এছাড়া ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ভূরাজনৈতিক দ্বন্দ্বে বাংলাদেশ জড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই অবিলম্বে এসব চুক্তি বাতিল করার দাবি জানান নেতৃবৃন্দ।