পোল্যান্ডের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে নিবর্তনমূলক পদক্ষেপের বিরুদ্ধে যৌথ বিবৃতি

Posted: 30 নভেম্বর, 2025

পোল্যান্ডের প্রেসিডেন্ট নাভরোসকি সম্প্রতি ‘পোল্যান্ডের কমিউনিস্ট পার্টির লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মকাণ্ড সংবিধান-বিরোধী’ দাবি করে দেশটির সাংবিধানিক আদালতে যে আবেদন করেছেন, সেই অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা নিম্নস্বাক্ষরকারী দলগুলো তীব্র নিন্দা জানাচ্ছি। এই আবেদন একেবারে ভিত্তিহীন আবেদন, এবং বছর পাঁচেক আগে দেশটির বুর্জোয়া শক্তিগুলো পোল্যান্ডের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করার যে চেষ্টা করেছিল এটা অনেকটা সেরকমই। যদিও সেই চেষ্টা শেষ পর্যন্ত হালে পানি পায়নি। সাংবিধানিক আদালত সংক্ষিপ্ত আদেশে ৩ ডিসেম্বর নাভরোসকির মামলাটির শুনানির তারিখ ধার্য করেছে। পোল্যান্ডের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করার এই প্রচেষ্টা হলো ইউরোপীয় ইউনিয়নের উৎসাহে পরিচালিত পোল্যান্ডের বুর্জোয়া শ্রেণি ও সরকারগুলোর পূর্ববর্তী প্রচেষ্টার ধারাবাহিকতা, যে ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক মতাদর্শই হলো কমিউনিজমবিরোধিতা। আগের প্রচেষ্টাগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছিল এবং বিভিন্ন দেশের কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টির তৎপরতায় তা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছিল। সেসব প্রচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, কারণ কমিউনিস্টদের চিন্তাভাবনা, কর্মকাণ্ড ও ভূমিকা তাদের যে লক্ষ্য- সমরসজ্জায় বিপুল ব্যয়, জনগণকে শুষে নিয়ে যুদ্ধের নামে কসাইখানা বানানো, কর্মক্ষেত্রে শোষণের তীব্রতা বাড়ানো এবং শ্রমিক-যুবদের ওপর দমন-পীড়ন জোরদারের যে পরিকল্পনা, তার মূল প্রতিবন্ধক। কমিউনিজম-বিরোধী উন্মত্ততা, ইতিহাস বিকৃতি, উসকানিমূলকভাবে কমিউনিজমকে ফ্যাসিবাদ ও তার নৃশংসতার সঙ্গে মেলানো, এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তথাকথিত ‘কমিউনিজমবিরোধী সপ্তাহের’ মতো ঘৃণ্য পদক্ষেপের মুখে আমরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি- পোল্যান্ডে যেমন, তেমনি সর্বত্র কমিউনিজমবিরোধিতা ব্যর্থ হবেই। কমিউনিস্ট মতাদর্শ ছড়িয়ে দিতে আমরা আমাদের প্রচেষ্টা আরও জোরদার করছি, যেন কমিউনিস্ট-বিরোধী প্রচারণা শেকড় গাড়তে না পারে, বিশেষ করে যুবসমাজের মধ্যে, কারণ তারাই এই প্রচারণার মূল নিশানা। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচিকে আরও শক্তিশালী করছি, যেন জনগণ ও যুবসমাজ স্পষ্টভাবে এটা বুঝতে পারে যে- প্রকৃত মুক্তির পথ হল সমাজতন্ত্র ও সাম্যবাদ । কমিউনিস্টদের বিরুদ্ধে ওঠা হাত গুটাও! আমরা পোল্যান্ডের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে সব ধরনের নিপীড়ন ও তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার প্রচেষ্টায় অবিলম্বে ইতি টানার দাবি জানাই। পোল্যান্ডের কমিউনিস্ট-বিরোধী পরিকল্পনার প্রতিবাদে আমরা ইউরোপজুড়ে ও আন্তর্জাতিকভাবে সর্বত্র তাদের দূতাবাসের সামনে ১ ডিসেম্বর কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। বিবৃতি প্রদানকারী দলগুলোর নাম: অস্ট্রিয়ার লেবার পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ক্রোয়েশিয়ার সোশালিস্ট ওয়ার্কার্স পার্টি বোহেমিয়া ও মোরাভিয়ার কমিউনিস্ট পার্টি জার্মান কমিউনিস্ট পার্টি গ্রিসের কমিউনিস্ট পার্টি ইরানের তুদে পার্টি ইরাকি কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি অব আয়ারল্যান্ড লেবানিজ কমিউনিস্ট পার্টি মেক্সিকোর কমিউনিস্ট পার্টি নেদারল্যান্ডসের নিউ কমিউনিস্ট পার্টি পেরুর কমিউনিস্ট পার্টি রোমানিয়ান সোশালিস্ট পার্টি রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি অব দ্য ওয়ার্কার্স অব স্পেন সুদানিজ কমিউনিস্ট পার্টি সোয়াজিল্যান্ডের কমিউনিস্ট পার্টি সুইডেনের কমিউনিস্ট পার্টি সুইস কমিউনিস্ট পার্টি সিরিয়ার কমিউনিস্ট পার্টি তুরস্কের কমিউনিস্ট পার্টি ইউক্রেনের ইউনিয়ন অব কমিউনিস্টস ভেনেজুয়েলার কমিউনিস্ট পার্টি সমর্থন দেওয়া আরও দল: ফিনল্যান্ডের কমিউনিস্ট ওয়ার্কার্স পার্টি ফর পিস অ্যান্ড সোশালিজম ফ্রান্সের কমিউনিস্ট রেভোলিউশনারি পার্টি ইতালির কমিউনিস্ট ফ্রন্ট।