প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশন ৩১ অক্টোবর
Posted: 26 অক্টোবর, 2025
‘বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নির্মাণে নিপীড়িত জনতার রাজনৈতিক ঐক্য গড়ে তোল’- স্লোগানে আগামী ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার সকাল ১০টায় বি এম এ মিলনায়তন, তোপখানা রোড, প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশন অনুষ্ঠিত হবে।
কনভেনশনে বক্তব্য রাখবেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক আনু মোহাম্মদ, আলতাফ পারভেজ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, কৃষ্ণলাল, রেবেকা সরেন, হাসান শাহ নূরী সুরেশ্বরী, চানমোহন রবিদাস, সবুজ তাঁতী, মরণচাঁদ রবিদাস, পথিক বাদল প্রমুখ। বিজ্ঞপ্তি