এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের প্রতিবাদে স্কপের পথসভা
Posted: 28 সেপ্টেম্বর, 2025
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও লালদিয়ার চরকে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ড ও মায়েরস্ক কাছে ইজারা দেওয়ার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আয়োজিত এক প্রতিবাদী পথসভা গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বন্দর এলাকায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দলের সভাপতি মো. হারুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন। সভায় বক্তব্য দেন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, জাতীয় শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন শাহিন, শ্রমিকনেতা তসলিম হোসেন, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের মো. হারুন ও নূর হোসেন এবং মেরিন কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কামরুল হাসান। বক্তারা বলেন, দেশের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার উদ্যোগ ‘গভীর দেশবিরোধী ষড়যন্ত্র’। লালদিয়ার চরকে মায়েরস্ক এর কাছে ইজারা দেওয়ার পদক্ষেপও দেশীয় বন্দর, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের ওপর চাপ সৃষ্টি করবে বলে তাঁরা মন্তব্য করেন।
তারা অভিযোগ করেন, বিদেশি কোম্পানিগুলোর মূল লক্ষ্য কেবল মুনাফা অর্জন, শ্রমিকদের অধিকার, জাতীয় সম্পদ বা জনগণের স্বার্থের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। সভায় বক্তারা বলেন, ইজারার প্রক্রিয়া অবিলম্বে বাতিল না হলে স্কপের নেতৃত্বে দেশব্যাপী শ্রমিক আন্দোলন গড়ে তোলা হবে।
তারা দাবি জানান, এনসিটি ও লালদিয়ার চর বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ বাতিল, শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় সম্পদ রক্ষায় গোপন চুক্তি পরিহারের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বক্তারা অভিযোগ করেন, আন্দোলন ভাঙতে বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের হুমকি ও দমনপীড়নের অপচেষ্টা চালাচ্ছে। তাঁরা সতর্ক করে বলেন, এসব অপচেষ্টা বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে।