‘শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার লড়াই চলছে, চলবে’
Posted: 04 মে, 2025
একতা প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে ১০ নম্বর গোল চত্বর থেকে সেনপাড়া ভিশন মোড়ে মহান মে দিবসে দিনব্যাপী শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর কমিটি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এসময় সিপিবির নেতারা বলেন, ছাত্র-জনতার অভুতপূর্ব গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারও শ্রমিকবান্ধব হয়ে উঠতে পারেনি। এখনও শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলন দমনে বলপ্রয়োগ করা হয়, এখনও শ্রমিকরা বঞ্চিত হলে তাদের পক্ষ না নিয়ে মালিকদের পক্ষ নেন সরকারি কর্মকর্তারা। এ অবস্থা পাল্টাতে হলে প্রকৃত অর্থে শ্রমিকদের শাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার লড়াই চলছে, চলবে।
মহান মে দিবসে, রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ করে শ্রমিকাঞ্চলে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এদিন উদীচী কেন্দ্রীয় সংসদের অনুষ্ঠান ছিল মিরপুরে। ১ মে বিকাল ৩টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে সেনপাড়া ভিশন মোড় পর্যন্ত লাল পতাকা মিছিলে অংশ নেয় উদীচী কেন্দ্রীয় সংসদ। পরে বিকাল সাড়ে ৪টায় সেনপাড়া পর্বতার ভিশন মোড়ে আয়োজিত হয় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন কারখানার শ্রমিক এবং সংস্কৃতি ও রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও তিনটি সমবেত সঙ্গীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা।
এরপর সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এ পর্বে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, সিপিবি নেতা হাসান হাফিজুর রহমান সোহেল, রিয়াজ উদ্দিন, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য আশিকুর রহমান জুয়েল, উদীচী কাফরুল শাখার সভাপতি তারিক হোসেন মিঠুল প্রমুখ।
আলোচনা সভার পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। এ পর্বে পরিবেশিত হয় বর্তমান পরিস্থিতি নিয়ে নাজমুল হক বাবু রচিত ও নির্দেশিত পথনাটক ‘চিৎকার’।