বাসদ নেতা আল কাদেরী জয়সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি
Posted: 04 মে, 2025
একতা প্রতিবেদক :
চট্টগ্রাম জেলা বামজোটের সমন্বয়ক ও বাসদ এর জেলা ইনচার্জ আল কাদেরী জয়, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি মিরাজ উদ্দিন, ব্যাটারি রিকশা, ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতা রুকনকে নিবর্তনমূলক কালো আইন ‘বিশেষ ক্ষমতা আইনে’ গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ।
জোটের নেতারা বলেন, নিবর্তমূলক বিশেষ ক্ষমতা আইনটি ১৯৭৪ সালে প্রণয়ন করা হয়েছিল বিরোধী রাজনৈতিক দল ও মতকে দমন করার উদ্দেশ্যে। এই আইনে কোন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই যে কোন ব্যক্তিকে বছরের পর বছর কারাগারে পুরে রাখা যায়। এই আইনে বিভিন্ন সময়ে দেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, লেখক, সাংবাদিক কারাভোগ করেছেন। বিরোধী দলে থাকলে সকলেই এই আইন বাতিলের দাবি করেন। কিন্তু ক্ষমতায় গিয়ে কেউই এই কালো আইন বাতিল করেননি। বর্তমানের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারও অতীতের স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারগুলোর মতোই জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমনে কুখ্যাত কালো আইন ব্যবহার করছে যা খুবই দুঃখজনক।