সংস্কার কমিশনের সংস্কার

Posted: 04 মে, 2025

একতা প্রতিবেদক ; অনলাইনের জনপ্রিয় পাবলিক ফিগার মামুনুর রশীদ কাসেমীকে পরিবার পরিকল্পনা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দেখতে চান দেশের প্রায় ১০ কোটি মানুষ। এ ব্যাপারে অতিসত্ত্বর শাহবাগ ঘেরাও হবে বলে জানিয়েছেন উৎসুক জনতা পার্টি। কাসেমী সাহেব দীর্ঘদিন ধরে অনলাইনে বহুবিবাহ এবং কম বয়সে সন্তানদানের ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন। তার ভক্তরা বলেন, যে কথা আমরা এতদিন মনে মনে ভাবলেও পাবলিকলি বলতে পারি নাই-কাসেমী সাহেব তার অগ্রদূত হয়ে আমাদের মাঝে এসেছেন। বউয়ের কাছে আগে দ্বিতীয় বিয়ের কথা বলতে ভয় পাইতাম। এখন আর বলি না, ডায়রেক্ট হুজুরের পোস্টের লিংক পাঠাই। শুধু উৎসুক জনতা নয়, ভক্তদের তালিকায় আছেন গাইনি ও প্রসূতি বিভাগের ডাক্তাররাও। ডা. নাবিলা তাবাসসুম বলেন, মাঝে মাঝে রোগী সংখ্যা কমে যায়। রোগী বাড়ানোর ক্ষেত্রে এমন কিছু পাইওনিয়ার আমাদের দরকার। রোগী পার্সোনাল কীসের মধ্যে দিয়ে যাচ্ছে এটা তেমন গুরুত্বপূর্ণ না হলেও আমাদের পকেটের অবস্থা ভালো হচ্ছে; এটা সুখবর। এছাড়া কাসেমী সাহেব উচ্চশিক্ষিত, রুচিশীল মানুষ। উনি যেহেতু বলছেন-ঠিকই বলছেন। কাসেমী সাহেবের দর্শনে আন্দোলিত হয়ে জেগে উঠছেন দম্পতিরাও। বাচ্চা নাও আন্দোলনে অংশগ্রহণকারী মিরপুরের এক দম্পতি বলেন, বড় পরিবার সুখী পরিবার। যারা এতদিন উল্টোটা বলত তারা জাহেলিয়াতের অংশ। দেশের এউচ বাড়াতে গেলে জনসংখ্যাই একমাত্র ভরসা। যত বেশি স্ত্রী, তত বেশি বাচ্চা, তত বেশি ট্যালেন্টের সৃষ্টি হবে। এটাই আমাদের নয়া বন্দোবস্ত। শুধু তাই নয়, দেশব্যাপী, প্রথম স্ত্রীরা তাদের স্বামীদের জন্য খুঁজছেন নতুন স্ত্রী। এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ ভার্সিটি লাইফের বেস্টি। সূত্র : ইয়ার্কি