‘মূল্যবৃদ্ধির আঘাত জনজীবনকে অসহনীয় করে তুলবে’

Posted: 20 এপ্রিল, 2025

একতা প্রতিবেদক : বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি’র সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ মার্কসবাদী’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী গত ১৭ এপ্রিল এক যুক্ত বিবৃতিতে বলেন, সরকার সয়াবিন তেলের মূল্য প্রতি লিটারে ১৪ টাকা ও নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিটে ১০ টাকা বৃদ্ধি অযৌক্তিক ও গণবিরোধী। গ্যাসের দাম বৃদ্ধির জন্য নতুন শিল্প স্থাপনে ব্যয় বাড়ার কারণে বিনিয়োগে আগ্রহ হারাবে, ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি বিঘ্নিত হবে। উভয় ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির আঘাত জনজীবনকে অসহনীয় করে তুলবে। এতে পূর্বের মতোই লাভবান হবে লুটেরা সিন্ডিকেট ব্যবসায়ীরা। নেতৃবৃন্দ বলেন, গ্যাস-তেলের মূল্য বৃদ্ধি চলমান জনজীবনের সংকটকে আরও ঘনীভূত করবে। এর পূর্বেও সিন্ডিকেটের কারসাজিতে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছিল, তখনও সরকার সিন্ডিকেট-ফরিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ৮ টাকা মূল্য বৃদ্ধি করেছিল। এবারও স্বৈরাচারী কায়দায় জনস্বার্থের বিপরীতে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি করে সিন্ডিকেট-মাফিয়াদের স্বার্থের পক্ষে অবস্থান নিয়ে সরকার তার গণবিরোধী চরিত্র পরিষ্কার করে তুলছে। অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধির কারণে ক্ষুদ্র ও নতুন শিল্পকে সংকটে ফেলবে। বাড়বে উৎপাদন খরচ, যা স্বাভাবিকভাবেই সরকার জনগণের ঘাড়ে চাপাবে। এতে করে জনজীবনে সার্বিক সংকট ও বেকারত্ব বাড়বে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে জনস্বার্থবিরোধী ও লুটেরা মাফিয়া ব্যবসায়ীদের স্বার্থে সয়াবিন তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।