গাজায় ইসরাইলি হত্যাকাণ্ডের প্রতিবাদে সিপিবির ঘৃণা সমাবেশ
Posted: 13 এপ্রিল, 2025
ময়মনসিংহ সংবাদদাতা :
গাজায় ইসরাইলি নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সিপিবি’র ঘৃণা-সমাবেশ (Hatred Gatherings against Hellish-Killing in Gaya by Israel) গত ৭ এপ্রিল ময়মনসিংহ জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) আয়োজনে ময়মনসিংহে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিত হয়।
সিপিবি জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাতের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, মহিলা পরিষদ জেলা সহ-সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট লীলা রায়, উদীচী জেলা সাধারণ সম্পাদক যীশুতোষ তালুকদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি গোকুল সূত্রধর মানিক প্রমুখ। ঘৃণা সমাবেশটি সঞ্চালনা করেন আব্দুর রব মোশাররফ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদদে জায়নবাদী ইসরাইল ফিলিস্তিনের গাজায় সাধারণ মানুষের উপর ইতিহাসের নিকৃষ্টতম ও নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করছে। আজ গাজায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অথচ জাতিসংঘ অ্যামেরিকা পুতুলের মতো আচরণ করছে। তারা নীরব। ইসরায়েলি বাহিনী রাফা গভর্নোরেটের ৯০ শতাংশ বাড়ি ধ্বংস করেছে, যার মধ্যে আছে ২০ হাজার ভবনে ৫০ হাজার অ্যাপার্টমেন্ট। পাশাপাশি রাফার ২৪টি সুপেয় পানির কুপের মধ্যে ২২টিই ধ্বংস করা হয়েছে। পয়নিষ্কাশন নেটওয়ার্কের ৮৫ শতাংশ অকেজো হয়ে পড়েছে। ইসরাইলের ধবংসলীলা থেকে বাদ যায়নি স্কুল, হাসপাতাল, বাসা-বাড়ি আশ্রয়কেন্দ্র, উপাসনালয়। আজ সবই ধবংস্তবে পরিণত হয়েছে। আজ সারা দুনিয়ার কমিউনিস্ট পার্টি গুলো প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে এ নৃশংসতা বন্ধ করা হোক।
সমাবেশ শেষে একটি লাল পতাকা ও প্যালেস্টাইন সংহতি প্লেকার্ডসমেত প্রতিবাদী মিছিল শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বর-নতুনবাজার-গাঙ্গিনাপাড়-তাজমহল-স্টেশন চত্বর হয়ে মালগুদাম পার্টির কার্যালয়ে এসে শেষ হয়।