‘শ্রমিকের ওপর জুলুম বন্ধ করে দাম বৃদ্ধির লাগাম টানুন’
Posted: 27 অক্টোবর, 2024
একতা প্রতিবেদক :
ব্যাটারিচালিত যানবাহনের ব্যাটারি জব্দ, তার ছিঁড়ে দেয়াসহ নানা জুলুম-অত্যাচারের প্রতিবাদে ও বিআরটিএ কর্তৃক লাইসেন্স-যৌক্তিক রুট পারমিট প্রদানের দাবিতে গত ২২ অক্টোবর সকাল ১১টায় ধানমন্ডি-১৯ বাসস্ট্যান্ডে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, হাজারীবাগ থানার উদ্যোগে মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের হাজারীবাগ থানা সভাপতি সুমন মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সহ-সভাপতি বর্ষীয়ান শ্রমিকনেতা মাহবুব আলম, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, বস্তিবাসী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, সংগঠনের হাজারীবাগ থানার সহ-সভাপতি দুলাল সরদার, মোহাম্মদপুর থানার সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ছাত্র নেতা আমিনুল ইসলাম ইমন প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এই অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের নয় বরং রাষ্ট্রব্যবস্থা ও নীতির পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে সংগঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকার একদিকে বৈষম্য অবসানের কথা বলছে, অন্যদিকে শ্রমিকের জীবিকার ওপর হামলা করাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, বৈষম্যের অবসান চাইলে শ্রমিকের জীবিকা নিরাপদ ও দাম বৃদ্ধির লাগাম টানতে হবে।
ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলে ব্যাটারিচালিত যানবাহন আটক, তার কেটে দেয়াসহ যেসব জুলুম শুরু হয়েছে এবং এই জুলুমের দায় প্রশাসন এড়াতে ছাত্রদের যুক্ত করার অপকৌশলের প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ছাত্রদের নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না, নাহলে ফ্যাসিস্টের পরিণতি ভোগ করতে হবে। ব্যাটারিচালিত যানবাহন সমস্যা ও সড়কের সংকট নিরসনে সকল পেশার ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করে সড়ক ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবি জানান।
মানববন্ধনে নেতৃবৃন্দ আরও বলেন, বিআরটিএ কর্তৃক আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স, চালকের ড্রাইভিং লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটই ব্যাটারিচালিত যানবাহনের সংকটের একমাত্র সমাধান।
মানববন্ধন শেষে লাল পতাকা সজ্জিত শ্রমিকদের একটি গণমিছিল মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এসে শেষ হয়।