‘নির্বাচন ব্যবস্থার সংস্কার ও রোডম্যাপ ঘোষণা কর’

Posted: 27 অক্টোবর, 2024

বগুড়া সংবাদদাতা : গত ২৫ অক্টোবর সকাল ১১ ঘটিকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির উদ্যোগে কর্মীসভা সাতমাথাস্থ পার্টি কার্যালয়ে সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মীসভার শুরুতে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। আরও বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, হাসান আলী শেখ, সাজেদুর রহমান ঝিলাম, অখিল পাল, সাদ্দাম হোসেন প্রমুখ। কমরেড মিহির ঘোষ বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। কর্তৃত্ববাদী স্বৈরশাসন যাতে পুনরায় প্রতিষ্ঠিত না হতে পারে, সেজন্য ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। তিনি নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের জানমালের নিরাপত্তা, চাঁদাবাজি, দুর্নীতি, হত্যা খুন, নারী নির্যাতন কঠোর হস্তে দমন করতে আহ্বান জানান। সভা থেকে নেতৃবৃন্দ গ্রাম-শহরে গরিব-মেহনতি মানুষের জন্য রেশনিং ব্যাবস্থা চালুর দাবি জানান। কর্মীসভার পূর্বে সিপিবি নেতাকর্মীদের লাল পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।