শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে

Posted: 11 ফেব্রুয়ারী, 2024

একতা প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লড়াই সংগ্রাম ঐতিহ্যের সংগঠন। দেশের প্রতিটি গণতান্ত্রিক অধিকার আদায়ের নেতৃত্ব দিয়েছে ছাত্র ইউনিয়ন। নিত্যপণ্যের সাথে আজ শিক্ষা সামগ্রীর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শিক্ষাব্যবস্থা পরিণত হয়েছে পুঁজিবাদীদের ব্যবসায়ে। তাই শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনগুলো আজ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে এদের বিরুদ্ধে স্কুল-কলেজ থেকে শুরু করে সর্বস্তরের ছাত্র-জনতাকে সাথে নিয়ে প্রতিবাদ করতে হবে। গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা সংসদের ২৩ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলন শেষে শহরে মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা সংসদের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ডা. দিবালোক সিংহ, অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আলকাস উদ্দিন মীর, ছাত্র ইউনিয়ন নেত্রকোণা জেলা সংসদের সাধারণ সম্পাদক আহম্মেদ তানভীর মোকাম্মেল। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সমাবেশ থেকে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। নূর আলম খান কে সভাপতি, জহির রায়হান কে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত। চাঁদপুর : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদের কর্মীসভা গত ৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় চাঁদপুর শহরের জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় ‘ছাত্র ইউনিয়ন কী ও কেন’ বিষয়ে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। কর্মী সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহকারি সাধারণ সম্পাদক প্রিতম ফকির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি জাকির হোসেন, ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ। কর্মীসভা শেষে ওয়াহিদুল ইসলাম সাইফ কে আহবায়ক এবং নুরজাহান আখতার ইতি, শামসুন্নাহার দিনা ও মানিক গাজীকে যুগ্ন আহ্বায়ক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর চাঁদপুর জেলা সংসদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত জেলা কমিটিকে শপথবাক্য পাঠ করান ছাত্র নেতা প্রিতম ফকির।