গাইবান্ধায় বাম জোটের পথসভায় পুলিশের বাধা
Posted: 11 ফেব্রুয়ারী, 2024
একতা প্রতিবেদক :
দেশব্যাপী চলা বিক্ষোভ মিছিল, সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্যাপুর চৌরাস্তা মোড়ে শান্তিপূর্ণভাবে পথসভা অনুষ্ঠিত হলে পুলিশী বাঁধার মুখে পড়ে নেতাকর্মীরা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাদুল্যাপুর উপজেলা কমিটির সভাপতি নিখিল চৌধুরীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্লাহ, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, সিপিবি পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু, বাসদ মার্কসবাদী জেলা নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
একতরফা ডামি নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, রেশনিং ব্যবস্থা চালু, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং উন্নয়নে পিছিয়ে থাকা গাইবান্ধায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, বালাশি-বাহাদুরাবাদ টানেল নির্মাণ, গাইবান্ধা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে চলমান গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সাদুল্যাপুর চৌরাস্তায় পথসভা শুরু হলে পুলিশ বাঁধা দেয় এবং পথসভা বন্ধ করে চলে যেতে বলে।
এসময় নেতাকর্মীরা বাঁধা রুখে দিয়ে জনগণকে সাথে নিয়ে পথসভার কার্যক্রম চালিয়ে যান। এবং সমাবেশ থেকে নেতৃবৃন্দ পুলিশের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানান। তারা বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার মানুষের কথা বলার অধিকারে হস্তক্ষেপ করে সংবিধান বিরোধী কাজ করছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজন করলেও তাতে পুলিশ বাঁধা দিচ্ছে। কোন স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারে নি এই সরকারও পারবে না।