রাফায় হানার ছক গুরুতর শঙ্কার : গুতেরেস

Posted: 11 ফেব্রুয়ারী, 2024

একতা বিদেশ ডেস্ক : গাজার রাফা সীমান্তে নতুন দফায় হামলা চালাবে ইজরায়েল। গাজার দক্ষিণে মিশর সীমান্তের এই এলাকাতেই আশ্রয় নিয়েছেন অবিরত বোমাবর্ষণে গৃহহীন লক্ষ লক্ষ মানুষ। ইজরায়েলের পরিকল্পনায় বিপদসংকেত দিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেস বলেছেন, ‘‘মানবিকতার দুঃস্বপ্ন হয়ে রয়েছে। রাফায় বোমাবর্ষণের পরিস্থিতি ভয়াবহ হবে। উত্তেজনা ছড়াবে মধ্যপ্রাচ্যের অন্যত্রও।’’ অন্তত ১৯ লক্ষ মানুষ এখন রাফাতেই অস্থায়ী শিবিরে কোনোমতে মাথা গুঁজে রয়েছেন। ৭ অক্টোবরের পর ইজরায়েল প্রথমে হামাসের ঘাঁটি দাবি করে গাজার উত্তর অংশে লাগাতার হামলা চালায়। গাজার মানুষকে বলা হয় দক্ষিণে রাফার দিকে যেতে। ন্যূনতম মানবিক ব্যবস্থা না থাকা সত্ত্বেও মহিলা, শিশু সহ লক্ষ লক্ষ মানুষকে এই অংশেই ছুটে আসতে হয়েছে। দক্ষিণ অংশে উদ্বাস্তু শিবির খান ইউনিসের একের পর এক বসতি, হাসপাতাল, স্কুল গুঁড়িয়ে যাচ্ছে ইজরায়েলের হামলায়। এবার বেছে বেছে আশ্রয়হীন মানুষের বসতিতে বোমা ফেলার পরিকল্পনা নিয়েছে ইজরায়েল।