খুলনায় যুব নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় তাৎক্ষণিক সমাবেশ

Posted: 26 নভেম্বর, 2023

একতা প্রতিবেদক : বাম গণতান্ত্রিক জোটের হরতালে সারাদেশে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে গত ১৯ নভেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনার বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে অতর্কিতভাবে হামলা করে পুলিশ। সমাবেশ থেকে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা কমিটির সভাপতি যুবনেতা ধীমান বিশ্বাস, কোষাধ্যক্ষ যুবনেতা ভবেশ মণ্ডল ও বাসদ নেতা জনার্দন দত্ত নান্টুকে আটক করে পুলিশ। এই হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় তাৎক্ষণিক মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। মশাল মিছিলটি প্রেসক্লাবের সামনে আসলে পুলিশ বাঁধা দেয়, পুলিশের বাঁধা অতিক্রম করে নেতৃবৃন্দ পল্টন মোড়ে এসে সমাবেশ করে। নেতৃবৃন্দ বলেন, সরকারি তাঁবেদারি নির্বাচন কমিশন জনগণের মতামতকে উপেক্ষা করে একতরফা তফসিল ঘোষণা করেছে। তার প্রতিবাদে গত ১৬ নভেম্বর বাম গণতান্ত্রিক জোট হরতাল ঘোষণা করে। সেই হরতাল সমর্থনের মিছিলে, হরতাল চলাকালীন আমাদের শান্তিপূর্ণ অবস্থানের ওপর সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও পুলিশ হামলা ও গ্রেপ্তার করে। তার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ছিল। সেখানেও হামলা ও গ্রেপ্তারের শিকার হয় নেতা-কর্মীরা। আমরা তার প্রতিবাদে মিছিল করলে প্রেসক্লাবের সামনে পুলিশ বাঁধা দেয়। একতরফা নির্বাচন করতে সরকার মরিয়া হয়ে সকল ভিন্ন মতকে দমন করতে হামলা, গ্রেপ্তার, নির্যাতন চালাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে জনগণকে প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে ফ্যাসিবাদী সরকার মানুষের ন্যূনতম বেঁচে থাকার অধিকারকে কেড়ে নিয়েছে। একদিকে একতরফা নির্বাচনের পায়তারা ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনতায় মানুষ প্রতিবাদ মুখর হলে নির্যাতন ও দমনের স্টিমরোলার চালাচ্ছে তাবেদারি পুলিশ বাহিনী। কিন্তু জনগণ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে, জনগণের মতামতকে উপেক্ষা করে এক তরফা নির্বাচন জনগণ প্রতিহত করবে। সমাবেশের সঞ্চালনা করেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখারভ হোসেন সেবক।