প্রথমবারের মতো নারী ‘ফায়ার ফাইটার’
Posted: 26 নভেম্বর, 2023
একতা প্রতিবেদক :
লিঙ্গ বৈষম্য দূর করতে সম্প্রতি ‘ফায়ারম্যান’ পদের নাম পরিবর্তন করে ‘ফায়ার ফাইটার’ নামকরণ করা হয়। এর ফলে এই পদে নারী-পুরুষ উভয়ের প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
গত ১৮ নভেম্বর নারায়ণগঞ্জের পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ১৫ জন নারী ফায়ার ফাইটার।
নিয়োগপ্রাপ্তরা হলেন– মাজেদা খাতুন, পাপিয়া খাতুন, পিংকি রায়, মাইমুনা আক্তার, রিমা খাতুন, মেহেরুন্নেছা মিম, আরজুমান আক্তার রিতা, মিশু আক্তার, ঝর্ণা রানী পাল, কাকুলী খাতুন, ইসরাত জাহান ইতি, নাজমুন নাহার, ইয়াসমীন খাতুন, রুজিনা আকতার এবং প্রিয়াংকা হালদার।
চলতি বছরের ২০ জুন নারী ফায়ারফাইটার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হলে ২ হাজার ৭০৭ জন আবেদন করেন। শারীরিক যোগ্যতা ও মেডিকেল টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের মধ্য থেকে ১৫ জনকে বাঁছাই করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এই নারী কর্মীদের ফায়ার সার্ভিসে স্বাগত জানান এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুযায়ী ‘লিঙ্গ বৈষম্য’ দূর করতে সম্প্রতি ‘ফায়ারম্যান’ পদের নাম পরিবর্তন করে ‘ফায়ার ফাইটার’ নামকরণ করা হয়। এর ফলে এই পদে নারী-পুরুষ উভয়ের প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয়। বর্তমানে ফায়ার সার্ভিসে প্রায় সাড়ে ১৪ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে ফায়ার ফাইটারের সংখ্যা প্রায় ৮ হাজার।
রাজধানীতে কর্মরত এক নারী পুলিশ কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিস যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার মতো কাজ। এখন পুলিশ, র্যা ব, সেনাবাহিনীর মতো ফায়ার সার্ভিসেও নারীরা কাজ করবে এটা সত্যিই গৌরবের। আমি মনে করি নারীরা আরেক ধাপ এগিয়ে গেল। দেশ এগিয়েছে, ডিজিটাল হয়েছে, বৈষম্য দূর হচ্ছে নারী ও পুরুষ সবাই সমানতালে কাজ করছে।
বিশ্লেষকরা বলছেন, বৈষম্য দুরীকরণের লক্ষ্যে দেশের প্রগতিশীল সংগঠনগুলো দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। নারীর মুক্তি, অধিকার, জাগরণের লক্ষ্যে নারীরা প্রতিবাদ করছে। পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরা আজ শীর্ষে। বাহিনীর মতো দেশের গুরুত্বপূর্ণ পর্যায়ে নারীরা সাহসিকতার সাথে কাজ করছে। কবি নজরুলের বলেছিলেন ‘পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’। মহান স্বাধীনতা সংগ্রাম থেকে দেশের প্রতিটি কাজে নারীরা মূখ্য ভূমিকা পালন করেছে। এখন প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। নারীরা ঘর থেকে বের হয়ে আসছে। নারী তার কাজ ও কর্মে সফলতা তুলে ধরছে।
ফায়ার সার্ভিসের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অনেকে। প্রতিটি বাহিনীর মতো এখানেও নারীদের অংশগ্রহণ বাড়বে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট সূত্র।