লালমনিরহাটে সিপিবির সমাবেশ

Posted: 26 নভেম্বর, 2023

লালমনিরহাট সংবাদদাতা : বর্তমান সরকার জনগণের দাবি উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে গত ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালে বিভিন্ন জেলায় সিপিবিসহ বাম জোটের মিছিলে আওয়ামী সন্ত্রাসী, পুলিশি বাধাসহ হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে গত ১৯ নভেম্বর বিকাল সাড়ে চারটায় স্থানীয় বাসস্ট্যান্ড মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক নেতা দিদারুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সংগঠক রফিকুল ইসলাম অপু, জেলা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার রায়, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার সিংহ, যুবনেতা গোপাল চন্দ্র রায় প্রমুখ।