যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন ১৫ ডিসেম্বর
Posted: 26 নভেম্বর, 2023
একতা প্রতিবেদক:
বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গত ২৪ নভেম্বর বিকাল ৫টায় কর্মীসভা সহ-সভাপতি যুবনেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুবনেতা শাহীন ভূইয়া সঞ্চালনায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় যুবনেতা লিটন সরকার কে চেয়ারম্যান ও রফিজুল ইসলাম রফিক কে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ ঘোষণা করা হয়।
কর্মীসভায় অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, বক্তব্য রাখেন সুত্রাপুর থানা কমিটির সভাপতি জাকির হোসেন, ধানমন্ডি থানা কমিটির সভাপতি হুমায়ুন কবির, ধানমন্ডি থানা সদস্য মাকসুদুল কবির সোহেল, পল্টন থানা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, মতিঝিল থানা কমিটির সভাপতি আবু খায়ের, শাজাহানপুর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক ইউসুফ, যাত্রাবাড়ী কমিটির যুগ্ম আহ্বায়ক সাগর হোসেন সবুজ।
কর্মীসভায় সরকারের একতরফা নির্বাচনের তফসিল বাতিল করার দাবি জানিয়ে ভোটাধিকার ও কর্মসংস্থানের আন্দোলন জোরদার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।